ছবি: সংগৃহীত
একবছরেই বদলে গেল ছবিটা। লোকসভায় পদ্ম ফোটের পরে দুর্গাপুজোর উদ্বোধনে গেরুয়া দাপট গড়বেতাতেও।
বৃহষ্পতিবার পঞ্চমীতে গড়বেতায় ৩ টি বড় দুর্গোৎসবের সূচনা করেন বিজেপির রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ। একবছর আগেও এইসব পুজোর সূচনায় তৃণমূলের নেতা, নেত্রী, বিধায়কদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দিলীপ এ দিন সর্বমঙ্গলা মন্দিরে গিয়ে পুজোও দেন, ঝাড়বনিতে বিজেপির একটি বইয়ের স্টলের উদ্বোধন করেন আর নয়াবসতে বস্ত্রদান কর্মসূচিতে যোগ দেন। যেখানেই তিনি গিয়েছেন, সেখানেই উঠেছে জয় শ্রীরাম ধ্বনি।
সর্বমঙ্গলা মন্দির থেকে বেরিয়ে দিলীপ বলেন, ‘‘এখানে প্রচুর মানুষ পুজো দিতে আসেন। আমিও এখানে পুজো দিয়েই এই জেলায় দুর্গাপুজোর উদ্বোধন শুরু করলাম।’’ পরে তিনি গড়বেতার লাপুড়িয়া সর্বজনীনের মণ্ডপে আসেন। গত বছর এই পুজোরই উদ্বোধন করেছিলেন গড়বেতার তৃণমূল বিধায়ক আশিস চক্রবর্তী। পুজো কমিটির কর্মকর্তারা অবশ্য বলছেন, ‘‘এ বার সাংসদ এসেছেন, বিধায়কও আসবেন।’’ হুমগড় সর্বজনীনের পুজোও উদ্বোধন করেন দিলীপ। পুজো কমিটির সম্পাদক রাজশেখর পণ্ডা বলেন, ‘‘এলাকাবাসীর চাহিদা ছিল সাংসদ দিলীপ ঘোষকে আনার। তাই ওঁকে আমন্ত্রণ করেছি। স্থানীয় বিধায়কও আমন্ত্রিত।’’
গত বছর তৃণমূল নেতা-নেত্রীদের উপস্থিতিতে চন্দ্রকোনা রোড অপর্ণাপল্লি সর্বজনীনের উদ্বোধন করেছিলেন জেলা প্রশাসনের আধিকারিকেরা। এ বার এলেন দিলীপ ঘোষ। পুজো কমিটির সম্পাদক উপেন্দ্রপ্রসাদ রামানিও বলেন, ‘‘এলাকার মানুষের চাহিদা ছিল সাংসদকে দিয়ে পুজো উদ্বোধনের।’’