Cyclone Yaas

Cyclone Yaas: সাঁতারু ও উদ্ধারকারীদের নিয়ে দিঘায় ইয়াস মোকাবিলায় নৌবাহিনীর বিশেষ দল

ঘূর্ণিঝড়ের জেরে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সেই পরিস্থিতি সামাল দিতেই নামানো হয়েছে নৌবাহিনীর বিশেষ দল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দিঘা শেষ আপডেট: ২৪ মে ২০২১ ১৯:৪৫
Share:

প্রস্তুত নৌবাহিনীর বিশেষ দল। —নিজস্ব চিত্র

ঘূর্ণিঝড় মোকাবিলায় নৌবাহিনীর বিশেষ দল নামল দিঘায়। ৩টি দলে ভাগ হয়ে যে কোনও অভিযানের জন্য তৈরি ওই দল।

Advertisement

নৌবাহিনীর ওই দলের উইং কমান্ডার অনীশ জানিয়েছেন, তাঁদের মোট ৩টি দল রয়েছে দিঘায়। তাঁর কথায়, ‘‘সাঁতারুদের নিয়ে ১টি দল এবং ২টি উদ্ধারকারী দল রয়েছে আমাদের। জেলাশাসক আমাদের যা নির্দেশ দেবেন তাই করব।’’ নৌবাহিনীর ওই উদ্ধারকারী দলের প্রতিটিতে রয়েছেন ১১ জন করে সদস্য। প্রত্যেককেই নিজের নিজের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অনীশ।

গত বছর আমপানের সময়েও দিঘা-সহ সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে মোতায়েন করা হয়েছিল বিপর্যয় মোকাবিলা বাহিনী। এ বারও তার ব্যতিক্রম হয়নি। বুধবার আসছে ইয়াস। ওই দিন পূর্ণিমা। ভরা কোটালও রয়েছে। ফলে ঘূর্ণিঝড়ের জেরে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সেই পরিস্থিতি সামাল দিতেই নামানো হয়েছে নৌবাহিনীর বিশেষ দল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement