অপরাধীর তথ্য এ বার হাতের মুঠোয়

এতদিন অপরাধ ও অপরাধীদের তথ্য জানতে বছরভর অপেক্ষা করতে হত। এ বার সেই সমস্যা মিটতে চলেছে। ক্রাইম-ক্রিমিনাল সার্চের সৌজন্যে সেকেন্ডের মধ্যেই মিলবে গোটা রাজ্যের অপরাধ সংক্রান্ত যাবতীয় তথ্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঘাটাল শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৬ ২৩:১৬
Share:

এতদিন অপরাধ ও অপরাধীদের তথ্য জানতে বছরভর অপেক্ষা করতে হত। এ বার সেই সমস্যা মিটতে চলেছে। ক্রাইম-ক্রিমিনাল সার্চের সৌজন্যে সেকেন্ডের মধ্যেই মিলবে গোটা রাজ্যের অপরাধ সংক্রান্ত যাবতীয় তথ্য।

Advertisement

পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষ বলেন, “এ বার এক পলকেই অপরাধীদের সমস্ত তথ্য জানা যাবে। জেলার একাধিক থানায় এই সুবিধা চালু হয়েছে।” তিনি আরও জানান, বিষয়টি দেখভালের জন্য প্রশাসনিক আধিকারিক হিসাবে অতিরিক্ত পুলিশ সুপার (খড়্গপুর) অভিষেক গুপ্তকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর প্রতি থানায় ওসি সহ একজন অফিসার এই দায়িত্বে থাকছেন। রাজ্য পুলিশ সূত্রের খবর, গোটা রাজ্যে প্রায় ৫০০ থানা রয়েছে। এছাড়াও পুলিশের অনান্য বিভাগও রয়েছে। রাজ্য জুড়েই প্রতি থানায় ব্যাঙ্ক ডাকাতি, খুন, ছিনতাই, নাবালিকা নিগ্রহ, ধর্ষণ-সহ নানা ধরনের অপরাধ ঘটছে। তদন্তে পুলিশ কোনও অপরাধী বা চক্রের হদিশ পেলেও তাদের নাগাল পেতে পুলিশের রাতের ঘুম উবে যায়।

আইজি(সিআইডি) সঞ্জয় সিংহ বলেন, “অপরাধীদের ছবি-সহ নানা তথ্য সহজেই যাতে জানা যায়, তাই এই ব্যবস্থা চালু করা হয়েছে। পুজোর মধ্যেই রাজ্যের সমস্ত থানাতেই এই পদ্ধতির মাধ্যমে পুলিশ অফিসারেরা অপরাধ সংক্রান্ত যাবতীয় তথ্য সেকেন্ডের মধ্যেই পেয়ে যাবেন।’’ এমনকী যদি কেউ পুরনো গাড়ি কেনেন, ক্রাইম-ক্রিমিনাল সার্চে গিয়ে সেই গাড়ির ইঞ্জিন নম্বর দিয়ে সার্চ করলেই ওই গাড়িটি কোনও চোরাই বা অপরাধ সংক্রান্ত কাজে ব্যবহার হয়েছিল কি না তা জানা যাবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement