CPM

পদ্মের বিষাক্ত ঝান্ডা ধরবেন না, বার্তা সিপিএমের

এ দিনের সমাবেশে তৃণমূল ও বিজেপিকে যুগপৎ আক্রমণ করেন সিপিএম নেতৃত্ব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২১ ০৫:১২
Share:

প্রতীকী ছবি।

গত বিধানসভা নির্বাচনের পর সিপিএমের বুথ কার্যালয় ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। এ বার বিধানসভা নির্বাচনের আগে নারায়ণগড়ের হেমচন্দ্র পঞ্চায়েতের শশিন্দাতে সেই কার্যালয় উদ্বোধন করলেন সিপিএম নেতৃত্ব। শনিবার শশিন্দা বুথ কার্যালয় উদ্বোধন করেন সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক তরুণ রায়। ছিলেন রাজ্য কমিটির সদস্য তাপস সিংহ, জেলা কমিটির সদস্য ভাস্কর দত্ত প্রমুখ। সমাবেশের আগে এলাকায় মিছিলও হয়।

Advertisement

এ দিনের সমাবেশে তৃণমূল ও বিজেপিকে যুগপৎ আক্রমণ করেন সিপিএম নেতৃত্ব। দল ছেড়ে অনেকের বিজেপিতে যোগ দেওয়া নিয়েও বার্তা দিয়েছেন তাঁরা। সিপিএমের রাজ্য নেতা তাপস বলেন, ‘‘তৃণমূল ডুবছে। আর সেই নৌকা থেকে যারা ঝাঁপ দিচ্ছে কচুরিপানা ভর্তি নর্দমায় ঝাঁপ দিচ্ছে।’’ শুক্রবার নারায়ণগড়ের চেঙ্গাতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সভায় সিপিএম ছেড়ে অনেকেই বিজেপিতে যোগ দেন। তাপস এ দিন বলেন, ‘‘অযথা প্রলুব্ধ হয়ে পদ্মফুলের ঝান্ডা ধরবেন না। ওই ঝান্ডা বিষাক্ত। তৃণমূল ও বিজেপি দুটোই বিষাক্ত সাপ। তৃণমূল কামড়ালে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে পারবেন। বিজেপি যদি কামড় দেয় রোগীর ঘটনাস্থলেই মৃত্যু হবে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।’’

এ দিনের সভা থেকে কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনের বার্তা দেন সিপিএম নেতৃত্ব। আক্রমণ করা হয় রাজ্য সরকারকেও। রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ কর্মসূচিকে কটাক্ষ করেন জেলা নেতৃত্ব। বলেন, ‘‘ভোটের সময় দুয়ারে সরকারের মতো এই সব নাম দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement