Panchayat Election

পঞ্চায়েত প্রস্তুতি শুরু সিপিএমের

বাম আমলে ‘লাল দুর্গ’ বলে পরিচিত গড়বেতায় ২০১১ সালে রাজ্যে পালাবদলের পর সিপিএমের অস্তিত্ব সঙ্কটে পড়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৩ ০৯:৩৮
Share:

গড়বেতার আমলাগোড়া অঞ্চলে দেওয়ালে চুন দিয়েছেন সিপিএমের কর্মীরা। নিজস্ব চিত্র

১২ বছরে এই প্রথমবার। ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই দেওয়াল দখলের কাজে নেমে পড়ল সিপিএম। সুশান্ত ঘোষের খাসতালুক গড়বেতায় সিপিএম কার্যত নেমেই পড়ল পঞ্চায়েত ভোটের প্রস্তুতিতে। কয়েকদিন ধরেই গড়বেতার আমলাগোড়া অঞ্চলের বিভিন্ন বুথে দেওয়ালে চুন লেপে 'সাইড ফর সিপিআই (এম) লিখছেন পার্টি কর্মীরা।

Advertisement

বাম আমলে ‘লাল দুর্গ’ বলে পরিচিত গড়বেতায় ২০১১ সালে রাজ্যে পালাবদলের পর সিপিএমের অস্তিত্ব সঙ্কটে পড়েছিল। যদিও সে বার রাজ্য জুড়ে পরিবর্তনের হাওয়াতেও গড়বেতায় জিতেছিলেন সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষ। তবুও 'গড়' রক্ষা করতে পারেনি তাঁর দল। সিপিএমের সংগঠনে নেমেছিল ধস। একের পর এক পার্টি অফিসে পড়েছিল তালা। তলানিতে এসে ঠেকেছিল পার্টি সদস্যর সংখ্যা। ২০১১ সালের পর দুটো পঞ্চায়েত নির্বাচন (২০১৩ ও ২০১৮) সহ যত গুলো নির্বাচন হয়েছে, প্রতি ক্ষেত্রেই বাম তথা সিপিএমের প্রস্তুতিতে যথেষ্টই ঘাটতি দেখা যেত। গত পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পরেও দেখা গিয়েছে সিপিএমের অফিস গুলো তালাবন্ধ, প্রার্থীর নাম দিয়ে দেওয়াল লিখনে কর্মীর অভাব। বছর দুয়েক আগে একুশের বিধানসভা নির্বাচনে সিপিএমের কর্মীদের মধ্যে উদ্দীপনা বাড়লেও, ভোটের পর সেটাও ফিকে হতে থাকে।

এ বার ছবিটা যেন আলাদা। গড়বেতায় ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি নিয়ে পাড়ায় পাড়ায় যাচ্ছে তৃণমূল। বুথে শক্তি বাড়াতে সশক্তিকরণ অভিযান করছে বিজেপি। সিপিএমের কর্মীরা সেখানে পঞ্চায়েত নির্বাচনের প্রচারের জন্য দেওয়ালে চুন লেপতে শুরু করেছেন। কয়েকদিন ধরে তাঁরা আমলাগোড়া অঞ্চলের বিভিন্ন বুথ এলাকায় বালতি ভর্তি চুন নিয়ে দেওয়ালে দেওয়ালে লেপে ‘সাইড ফর’ লিখছেন। সেই কাজের ফাঁকেই সিপিএম কর্মী অমিত দুলে, ভোলানাথ দুলে, চন্দ্রশেখর দুলে, মধুসূদন দুলেরা বললেন, ‘‘এ বার আগের থেকেই দেওয়াল ঘিরে রাখতে হচ্ছে। প্রার্থীর নাম ঘোষণা হলেই প্রতীক এঁকে চুন দেওয়া দেওয়ালে লেখব।’’

Advertisement

নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই প্রচার প্রস্তুতিতে সিপিএমকে নেমে পড়তে সাম্প্রতিককালে দেখেনি গড়বেতার মানুষ। তা মানছেন সিপিএম নেতৃত্বও। গড়বেতার বাসিন্দা দলের জেলা কমিটির দুই সদস্য দিবাকর ভুঁইয়া ও তপন ঘোষ বলেন, "তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে রায় দিতে মানুষ মুখিয়ে আছে। সেই গ্রামের মানুষের উৎসাহেই এবার আগের থেকেই দেওয়াল ঘিরে ভোটের কাজে নেমে পড়েছেন পার্টি কর্মীরা।’’ এ বিষয়ে সুশান্ত ঘোষের সঙ্গে যোগাযোগ করা যায়নি। যদিও সিপিএমের কার্যকলাপ নিয়ে চিন্তিত নয় তৃণমূল বা বিজেপি। তৃণমূলের ব্লক সভাপতি সেবাব্রত ঘোষ বলেন, ‘‘হাতে গোনা কয়েকজনকে নিয়ে ওঁদের এখানে পার্টি চলে, গড়বেতার মানুষ ভুল করেও আর সিপিএমকে ফেরাবেন না।’’ বিজেপির জেলা সম্পাদক গৌতম কৌড়ি বলছেন, ‘‘বিজেপিকে রুখতে তৃণমূল সিপিএমকে জায়গা ছাড়ছে, এতে অবশ্য বিজেপির কোনও ক্ষতি হবে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement