West Midnapor

West Midnapore: সংক্রমণ বাড়ছে পশ্চিম মেদিনীপুরে, করোনার থাবা জেলাশাসকের দফতরে ও হাসপাতালে

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, করোনা রোগীদের চিকিৎসার জন্য পশ্চিম মেদিনীপুরে ৫৫৪টি শয্যার ব্যবস্থা রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঘাটাল শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২২ ২২:৫৯
Share:

—নিজস্ব চিত্র।

দৈনিক সংক্রমণ লাফিয়ে বাড়ছে পশ্চিম মেদিনীপুরে। বৃহস্পতিবারই ওই জেলায় ২০৪ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত তিন জেলাশাসকের দফতরের পাঁচ জন আধিকারিক সংক্রমিত হয়েছেন। বৃহস্পতিবারই আক্রান্ত হয়েছেন এক জন। ঘাটাল এবং শালবনি হাসপাতালে আক্রান্ত হয়েছেন বেশ কয়েক জন নার্স ও চিকিৎসক।

Advertisement

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, করোনা রোগীদের চিকিৎসার জন্য পশ্চিম মেদিনীপুরে ৫৫৪টি শয্যার ব্যবস্থা রয়েছে। তার মধ্যে ১৮টি শয্যা ভর্তি হয়েছে। ঘাটাল হাসপাতালে ভর্তি রয়েছেন চার জন, খড়্গপুর মহকুমা হাসপাতাল ভর্তি ১১ জন এবং মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিন জন।

খড়গপুর আইআইটি-তেও ৮০ জন পড়ুয়া ১০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলাশাসকের নির্দেশ অনুযায়ী, জেলার খড়্গপুর এবং মেদিনীপুর পুরসভার ১২টি জায়গাকে গণ্ডিবদ্ধ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। বৃহস্পতিবার থেকে সাত দিন চলবে নজরদারি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement