চুনের দাগ কেটে নিশ্চিত করা হয়েছে সামাজিক দূরত্ব। গড়বেতায়। নিজস্ব চিত্র
একশো দিনের কাজে করোনা সংক্রমণ আটকাতে অভিনব ব্যবস্থা করল গড়বেতা ১ ব্লকের আগরা গ্রাম পঞ্চায়েত। সেখানে শ্রমিকদের জন্য আলাদা করে চুনের নির্দিষ্ট গণ্ডি কেটে দেওয়া হয়েছে। তার মধ্যে থেকেই কোদাল চালাচ্ছেন তাঁরা।
গড়বেতা ১ ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগরা পঞ্চায়েতের বনকাটি-উপরশোল গ্রাম সংসদে ৩০ জন পুরুষ-মহিলা মিলে একটি পুকুর সংস্কারের কাজ করছেন। ওই পঞ্চায়েতের রাখাবন গ্রাম সংসদেও একই কাজ হচ্ছে। সেখানে কাজ করছেন ৫০ জন। আগরা ক্যানেলের নিকাশি নালা খোঁড়া হচ্ছে। সব কটি কাজই হচ্ছে একশো দিনের প্রকল্পের আওতায়। সেখানে শ্রমিকদের জন্য গণ্ডি কেটে দেওয়া হয়েছে। আগরা গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা তৃণমূলের অঞ্চল সভাপতি আজিম চৌধুরী বলেন, ‘‘স্বাস্থ্যবিধি মেনেই একশো দিনের কাজ শুরু হয়েছে। শ্রমিকেরা মাস্ক পড়ে কিংবা নাক-মুখ ঢেকে ও দূরত্ব বজায় রেখে কাজ করছেন। তবে কাজের সময়ে সামাজিক দূরত্ব মানতে ভুলে যেতেও পারেন তাঁরা। সে কথা মাথায় রেখেই চুনের দাগ দিয়ে দেওয়া দিয়েছে।’’
গড়বেতা ১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সেবাব্রত ঘোষ বলেন, ‘‘একশো দিনের কাজে গিয়ে শ্রমিকেরা যাতে সংক্রমিত না হন তা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’’ বিডিও সেখ ওয়াসিম রেজার কথায়, ‘‘দূরত্ব বজায় রাখতে আগরা অঞ্চলে গণ্ডি আঁকা হয়েছে। এটা ভালো দিক।’’