Coronavirus in West Bengal

ক্যানসার আক্রান্তের করোনা পজ়িটিভ

এ দিন ঘটনা সামনে আসতেই স্বাস্থ্য দফতর, পুলিশ ও প্রশাসনের তরফ থেকে এলাকায় মাইকে প্রচার করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মে ২০২০ ০২:৪৭
Share:

প্রতীকী ছবি

ফের দাঁতন ২ ব্লকে করোনা পজ়িটিভের হদিস মিলল।

Advertisement

জেলা স্বাস্থ্য দফতর সূত্রের খবর, বেলদা থানার জাহালদা এলাকার একত্রিশ বছর বয়সী মহিলার করোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে। হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে তাঁর পরীক্ষা হয়। ক্যানসারে আক্রান্ত ওই মহিলার ওই হাসপাতালেই চিকিৎসা চলছিল। সোমবার ওই মহিলাকে পুর্ব মেদিনীপুরের বড়মা হাসপাতালে পাঠানো হয়।

এ দিন ঘটনা সামনে আসতেই স্বাস্থ্য দফতর, পুলিশ ও প্রশাসনের তরফ থেকে এলাকায় মাইকে প্রচার করা হয়। এলাকা সিল করে দিয়েছে প্রশাসন। বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয় সকলকে। তবে মহিলার দেহে কী ভাবে সংক্রমণ ছড়াল তা নিয়ে ধোঁয়াশায় প্রশাসন। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরা বলেন, ‘‘ওই মহিলা বারাসতের একটি হাসপাতালে ওভারি ক্যান্সারের অপারেশন করিয়েছিলেন। পরে ফলো আপে যেতেন। মাঝে হাওড়ার একটি হাসপাতালে চিকিৎসা করিয়েছেন। গত ১৮ মে ওই হাসপাতালের চিকিৎসকেরা কোভিড টেস্ট করানোর পরামর্শ দেন। ২৩ মে হাওড়ার হাসপাতালে নমুনা নেওয়া হয়। ২৪ তারিখ রিপোর্ট আসে পজ়িটিভ।’’

Advertisement

স্থানীয় সূত্রের খবর, ওই মহিলার স্বামী সেনাবাহিনীতে কাজ করতেন। স্বামীর কর্মসূত্রে বিশাখাপত্তনমে থাকতেন মহিলা। তাঁর বাপের বাড়ি এবং শ্বশুরবাড়ি দুই একই ব্লক এলাকায়। তবে লকডাউনের সময় তিনি জাহালদায় বাপের বাড়ি চলে আসেন। জাহালদা বাজার কমিটির সভাপতি বিমল খাটুয়া বলেন, ‘‘মহিলা বাপের বাড়িতে ছিলেন। বাড়িতে একটি মুদি দোকানও ছিল। সংক্রমণ ছড়ানোর একটা আশঙ্কা থাকছে।’’

এই নিয়ে বেলদা থানার দাঁতন ২ ব্লকে তিনটি করোনা পজ়িটিভ ঘটনা সামনে এল। গত ৯ এপ্রিল এবং ১৬ মে দু’জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। আগামী চোদ্দদিন এলাকাকে পুরো সিল করেছে পুলিশ প্রশাসন। জেলা স্বাস্থ্য দফতর জানাচ্ছে, পরিবারের সরাসরি সংযোগে যারা এসেছেন তাঁদের তালিকা করে কোয়রান্টিনে রাখা হয়েছে। সকলের নমুনা সংগ্রহ হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement