বেআইনি টোটো-অটো নিয়ন্ত্রণে অভিযানে পুরসভা

স্থানীয় সূত্রের খবর, অটো এবং টোটোর বাড়বাড়ন্ত ঠেকাতে অভিযান শুরু করেছে পুরসভা। কয়েকদিন ধরেই চলছে এই অভিযান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৯ ০০:২৯
Share:

প্রতীকী ছবি।

টোটো নিয়ন্ত্রণে দিল্লির ধাঁচে ‘জোড়-বিজোড়’ রীতি চালু হয়েছিল আগেই। তার পরেও জেলার অন্যতম ব্যস্ত মহকুমা শহর কাঁথিতে যানজট নিয়ন্ত্রণ অসম্ভব হয় ওঠায় এ বার আরও কঠোর পদক্ষেপ করল কাঁথি পুরসভা এবং মহাকুমা প্রশাসন।

Advertisement

স্থানীয় সূত্রের খবর, অটো এবং টোটোর বাড়বাড়ন্ত ঠেকাতে অভিযান শুরু করেছে পুরসভা। কয়েকদিন ধরেই চলছে এই অভিযান। পুরসভা সূত্রে জানা গিয়েছে, কাঁথি শহরের বিভিন্ন রাস্তায় বেআইনি টোটো এবং অটো চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। পুরসভা এর জন্য কর্মীদের নিয়োগ করেছে। সকাল থেকে দুপুর এবং বিকেল থেকে রাত ন’টা পর্যন্ত অভিযান চলছে। যান চলাচলে নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত এক কর্মীর কথায়, ‘‘যে সব টোটো শহরের রাস্তায় চলার জন্য পুরসভার অনুমোদন পেয়েছিল, তাদের রেজিস্ট্রেশন প্রতি বছর নবীকরণ করতে হয়। এখন পুরনো রেজিস্ট্রেশনের টোটোচালকদের রেজিস্ট্রেশন নবীকরণ করতে বাধ্য করা হচ্ছে। এই কাজ শেষ হলে রেজিস্ট্রেশন না থাকা টোটোর বিরুদ্ধে অভিযান চালানো হবে বলে পুরসভা সূত্রে খবর।

শুধু টোটো নয়, গত এক বছরে কাঁথির সেন্ট্রাল বাসস্ট্যান্ড, খড়গপুর বাইপাস মোড়, ক্যানাল পাড়, পোস্ট অফিস মোড়, মেচেদা বাইপাস সংলগ্ন রাস্তাগুলিতে অটোর দাপট বেড়েছে বহুগুণ। অতিষ্ঠ শহরবাসী। অভিযোগ, নির্দিষ্ট রুট ছাড়া শহরে ব্যস্ত সময় অনেক অটো যাত্রী নিয়ে ঢুকে পড়ে। ফলে পুরসভা থেকে চৌরঙ্গি মোড় এবং রাজাবাজার সহ বিভিন্ন এলাকায় নিত্য যানজট তৈরি হয়। মহকুমা সদর শহর হওয়ায় বিভিন্ন এলাকা থেকে প্রচুর মানুষ এখানে কাজে আসেন। ফলে প্রতিদিনই গাড়ির চাপ বাড়ে। তারই সুযোগ নিয়ে নির্দিষ্ট রুট ছাড়া বেশ কিছু অটো ব্যবসা চালাচ্ছে বলে অভিযোগ।

Advertisement

এ দিন ওই সব অটোর বিরুদ্ধে অভিযান চলে। প্রাথমিকভাবে রুট ছাড়া চলা ওই সব অটোকে পুরকর্মীরা চিহ্নিত করে কাঁথি থানায় পাঠিয়ে দিচ্ছেন। সেখানেই অটো চালানোর বৈধ কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে।

পুজোর বাকি মাত্র দেড় মাস। আর কয়েক দিন পর থেকেই শহরে পুজোর কেনাকাটার ভিড় হতে শুরু করবে। তাই আগে থেকেই যানজট নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে উদ্যোগী প্রশাসন। এ ব্যাপারে সংশ্লিষ্ট দায়িত্বে থাকা কাউন্সিলর অতনু গিরি বলেন, ‘‘টোটোর রেজিস্ট্রেশন নবীকরণের কাজ শেষ হলে বহিরাগতদের শহরে ঢুকতে দেওয়া হবে না। এখন থেকেই তার প্রস্তুতি শুরু হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement