হাসপাতালে ভর্তি আহতেরা। নিজস্ব চিত্র।
তৃণমূলের দুই গোষ্ঠীর কোন্দলের জেরে উত্তেজনা ছড়াল কেশপুর ব্লকের আনন্দপুর থানার জগন্নাথ পুর গ্রামে। গোষ্ঠী কোন্দলে আহত হয়েছেন তৃণমূলের দুই কর্মী। শুক্রবার রাতে তাঁদের ভর্তি করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। আহত সইফুল রহমান এবং শেখ আসিফ আলির মাথায়, হাতে, পায়ে আঘাত লেগেছে।
লাঠি দিয়ে তাঁকে মারা হয়েছে বলে অভিযোগ আসিফের। তিনি বলেছেন, ‘‘শুক্রবার রাতে চায়ের দোকানে বসেছিলাম। সে সময় বর্তমান ব্লক সভাপতির সমর্থকেরা এসে হামলা চালায়। ১০-১২ জন এসে লাঠি, বাঁশ দিয়ে মারধর করেছে।’’ আহতদের হাসপাতালে নিয়ে আসা তৃণমূল কর্মী শেখ সিরাজুল বলেছেন, ‘‘যাঁরা মার খেয়েছে তাঁরা প্রাক্তন ব্লক সভাপতির সমর্থক বলে পরিচিত। চায়ের দোকানে বসে থাকার সময় রাত আটটা নাগাদ হামলা হয়েছে।’’
ঘটনা নিয়ে কেশপুরের ব্লক সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠী বলেছেন, ‘‘জগন্নাথপুর গ্রামে নিজেদের মধ্যে তর্ক বিতর্ক সময় গন্ডগোল হয়েছে। ওই ঘটনার সাথে কোন গোষ্ঠীদ্বন্দ্ব বিষয় নেই।’’ ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি আশিস হুতাইত বলেছেন, ‘‘পারিবারিক বিবাদকে কেন্দ্র করে নিজেদের মধ্যে গন্ডগোল হয়েছে। ওই ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই।’’ যদিও অঞ্চল সভাপতি বিশ্বজিৎ বরদলই বলেছেন, ‘‘স্থানীয় একটি চায়ের দোকানে নিজেদের গন্ডগোল হয়েছে বলে জানতে পেরেছি।’’