আইন বোঝাতে পথে বিজেপি

দলের গড়বেতা পশ্চিম মণ্ডলের পক্ষ থেকে গড়বেতা, আমকোপা, আমলাগোড়া এলাকার নাগরিকত্ব আইনের সমর্থনে দেওয়াল লিখেছে গেরুয়া শিবির।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গড়বেতা শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৯ ০০:০২
Share:

গড়বেতায় বিজেপি-র দেওয়াল লিখন। নিজস্ব চিত্র

নতুন নাগরিকত্ব আইনের ব্যাখ্যা দিতে সর্বাত্মক প্রচারে নামছে জেলা বিজেপি। লিফলেট ছাপিয়ে, দেওয়ালে লিখে, বাড়ি বাড়ি গিয়ে দলের কর্মীরা মানুষকে বোঝাবেন এই আইনের নানা সুফলের কথা। গড়বেতা, চন্দ্রকোনা রোড, গোয়ালতোড় এলাকায় বিজেপি কর্মীরা নেমেও পড়েছেন এই কাজে।

Advertisement

দলের গড়বেতা পশ্চিম মণ্ডলের পক্ষ থেকে গড়বেতা, আমকোপা, আমলাগোড়া এলাকার নাগরিকত্ব আইনের সমর্থনে দেওয়াল লিখেছে গেরুয়া শিবির। গোয়ালতোড়ের উত্তর ও দক্ষিণ মণ্ডলের উদ্যোগে বুথে বুথে মিছিলও শুরু করেছে বিজেপি। চন্দ্রকোনা রোড এলাকায় লিফলেট নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন পদ্ম-শিবিরের কর্মীরা। জানা যাচ্ছে, জেলা বিজেপির পক্ষ থেকে প্রতিটি মণ্ডলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে যে, ছাপানো লিফলেট যেন এলাকার প্রতিটি পরিবারে পৌছে দেওয়া হয়। সেই সঙ্গে মানুষ বুঝতে চাইলে দলীয় কর্মীরা যেন বোঝান।

বিজেপির জেলা সম্পাদক মদন রুইদাস বলেন, ‘‘বিরোধীরা মানুষকে যাতে ভুল বোঝাতে না পারে, সে জন্য কিছু পদক্ষেপ করছি। এতে সাড়াও পাচ্ছি প্রচুর।’’ বড়দিন ও নববর্ষের রেশ কাটলে পুরো জানুয়ারি মাস জুড়ে নতুন আইনের সমর্থনে প্রচার হবে। তবে বিজেপির প্রচারকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি নির্মল ঘোষের পাল্টা দাবি, ‘‘বিজেপির কথা মানুষ আর বিশ্বাস করছে না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement