Suvendu Adhikari

বিজেপির বৈঠকে ‘শুভেন্দু-চর্চা’

এ ভাবে বিজেপির সাংগঠনিক পর্যালোচনা বৈঠকে শুভেন্দুকে নিয়ে আলোচনা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মানছেন দলের নেতৃত্ব।

Advertisement

আনন্দ মণ্ডল

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২০ ০৮:২৯
Share:

ফাইল চিত্র।

তাঁর দলহীন লাগাতার অরাজনৈতিক জনসংযোগ কর্মসূচিকে কেন্দ্র করে তৃণমূলের দাপুটে মন্ত্রী শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা এখন রাজ্য জুড়েই। তাঁর দল বদলের সম্ভাবনা নিয়ে চর্চা চলছে বিভিন্ন মহলে। এমন আবহে এ রাজ্যে আসা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বর সঙ্গে পূর্ব মেদিনীপুরের জেলা নেতাদের বৈঠকে শুভেন্দু-প্রসঙ্গে আলোচনা হয়েছে বলেই জানা গিয়েছে।

Advertisement

আসন্ন বিধানসভা ভোটের দিকে লক্ষ্য রেখে বিজেপির কেন্দ্রীয় নেতাদের রাজ্যে পাঠানো হয়েছে। বিভিন্ন জেলাকে মোট পাঁচটি জোনে ভাগ করে ওই কেন্দ্রীয় নেতাদের সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে। মেদিনীপুর জোনের দায়িত্বে আছেন সুনীল দেওধর। মেদিনীপুর জোনের মধ্যেই রয়েছে পূর্ব মেদিনীপুরের তমলুক ও কাঁথি সাংগঠনিক জেলা। দলীয় সূত্রে খবর, মেদিনীপুর জোনে বিজেপির সব সাংগঠনিক জেলার বর্তমান সভাপতি ও প্রাক্তন সভাপতিদের নিয়ে বুধবার উলুবেড়িয়ায় একটি বেসরকারি অতিথিশালায় বৈঠক করেন দুই কেন্দ্রীয় নেতা সুনীল দেওধর ও কৈলাস বিজয়বর্গীয়। ওই সাংগঠনিক পর্যালোচনা বৈঠকে ওই দুই কেন্দ্রীয় নেতা আলাদাভাবে দলের জেলা নেতৃত্বদের নিয়ে আলোচনায় বসেন। কৈলাস বিজয়বর্গীয় তমলুক সাংগঠনিক জেলার বিজেপি নেতাদের কাছে শুভেন্দুর বিষয়ে বিস্তারিত খোঁজ নেন বলে জানা গিয়েছে।

সাম্প্রতিককালে শুভেন্দুর বিভিন্ন অরাজনৈতিক কর্মসূচির মাধ্যমে জনসংযোগ ও তৃণমূলের সঙ্গে ‘দূরত্বের’ বিষয়টি প্রকাশ্যে আসার পরে রাজ্যের রাজনৈতিক মহলে আলোড়ন পড়েছে। পূর্ব মেদিনীপুরে তৃণমূলের অন্যতম কান্ডারী তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দুর পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। সেই আবহে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দুর জেলায় রাজনৈতিক পরিস্থিতি বোঝার জন্য দলের জেলা নেতাদের সঙ্গে এদিন আলাদাভাবে বৈঠক করেন। কৈলাস বিজয়বর্গীর সঙ্গে বৈঠকে ছিলেন (তমলুক) জেলা সভাপতি নবারুণ নায়েক, তিন প্রাক্তন জেলা (তমলুক) সভাপতি প্রদীপ দাস, মৃত্যুঞ্জয় পাণিগ্রাহী ও শীতল বাগ। শুভেন্দু বিজেপিতে যোগ দিলে দল লাভবান হবে না বিরূপ প্রভাব পড়বে তা নিয়ে আলোচনা হয়। শুভেন্দু দলে এলে আসন্ন বিধানসভা ভোটে জেলায় জয়ের সম্ভবনা কতটা বৈঠকে বিজয়বর্গীয় জেলা নেতাদের কাছে তা জানতে চান। শুভেন্দুর ভাবমূর্তি জেলায় কেমন, তিনি কী ভাবে দল চালান, তাঁর অনুগামীদের ভাবমূর্তি কেমন, শুভেন্দুকে নিয়ে তৃণমূল স্তরের মানুষের মনোভাব কী সব নিয়েই আলোচনা হয়েছে বলেই খবর।

Advertisement

এ ভাবে বিজেপির সাংগঠনিক পর্যালোচনা বৈঠকে শুভেন্দুকে নিয়ে আলোচনা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মানছেন দলের নেতৃত্ব। দলের বৈঠকে শুভেন্দুকে নিয়ে আলোচনার কথা স্বীকার করে বিজেপির জেলা (তমলুক) সভাপতি নবারুণ নায়েক বলেন, ‘‘কেন্দ্রীয় নেতৃত্বর সঙ্গে শুভেন্দু অধিকারীকে নিয়ে আলোচনা হয়েছে। তবে এটা দলের অভ্যন্তরীণ বিষয়। তাই তা নিয়ে কোনও মন্তব্য করব না।’’

বিজেপির প্রাক্তন জেলা (তমলুক) সভাপতি প্রদীপ দাস অবশ্য স্বীকার করেছেন, ‘‘দলের কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় জেলা নেতৃত্বর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারীকে নিয়ে বিভিন্ন বিষয়ে আমাদের মতামত জানতে চেয়েছিলেন। আমরা আমাদের মতামত জানিয়েছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement