Dilip Ghosh

দিদির দূতদের গাছে বাঁধার নিদান দিলীপের

রবিবার বিকেলে নারায়ণগড়ের কুশবসানের গনুয়ায় ছিল বিজেপির অঞ্চল সম্মেলন। সেখানে যোগ দেন বিজেপি সাংসদ দিলীপ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৩ ০৮:৫৬
Share:

বরাবরই চর্চায় থাকে তাঁর বাক্যবাণ। ফের আক্রমণাত্মক বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। অনুন্নয়ন নিয়ে তৃণমূলকে নিশানা করতে গিয়ে এ বার তিনি ‘দিদির দূত’দের গাছে বেঁধে রাখার দাওয়াই দিলেন।

Advertisement

রবিবার বিকেলে নারায়ণগড়ের কুশবসানের গনুয়ায় ছিল বিজেপির অঞ্চল সম্মেলন। সেখানে যোগ দেন বিজেপি সাংসদ দিলীপ। গ্রামের মোরাম রাস্তা দিয়ে সম্মেলন স্থলে পৌঁছনোর বিবরণ দিতে গিয়ে দিলীপ বলেন, ‘‘এখানকার লোকেরা কী দোষ করেছে! এখানে পাকা রাস্তা করতে নেই!’’ মোরাম রাস্তা, ধুলো উড়ছে নিয়ে প্রশ্ন তোলেন দিলীপ। কর্মীরা জানান, নেতাদের বড় বড় বাড়ি হচ্ছে। তাই রাস্তা এ রকম। এরপরেই তৃণমূল ও দিদির দূতেদের আক্রমণ করেন দিলীপ। বলেন, ‘‘দিদির দূতরা এলে জিজ্ঞাসা করবেন, কেন আমার পাকাবাড়ি হয়নি? কেন আমাদের গ্রামের রাস্তা পাকা হয়নি? পঞ্চায়েত নির্বাচনে ভোট চাইতে এলে জিজ্ঞাসা করবেন সবাই। না হলে নারকেল গাছে, ইউক্যালিপটাস গাছে বাঁধবেন। গরুর দড়ি দিয়ে বাঁধবেন।’’

তৃণমূলের লোকজন কেন্দ্রের পাঠানো টাকা লুট করে নিচ্ছে বলে অভিযোগ তোলেন দিলীপ। সঙ্গে জানান, তাঁরা কেন্দ্রীয় সরকারের কাছে এই নিয়ে অভিযোগ জানিয়েছেন। এ সবের তদন্তও হবে। সেই সঙ্গে পঞ্চায়েতে যে উন্নয়ন করবে, তাদেরই ভোট দেওয়ার পরামর্শ দিয়ে যান দিলীপ। দিলীপের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতি বলেন, ‘‘এঁরা হচ্ছেন শনি-রবির পার্টি ওয়ার্কার। ছুটি কাটাতে এসে গরম গরম বক্তৃতা দেন। এঁদের মন্তব্যের জবাব হয় না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement