Suvendu Adhikari

Suvendu Adhikari: স্ট্যান্ডিং কমিটির বৈঠকে ব্রাত্য বিজেপি বিধায়কেরা, আদালতে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর

শুভেন্দুর তোপ পূর্ব মেদিনীপুরের জেলা শাসকের বিরুদ্ধেও। জানান, ইতিমধ্যে রাজ্যপালের কাছে অভিযোগ করা হচ্ছে। প্রয়োজনে আদালতেও যাবেন তাঁরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দিঘা শেষ আপডেট: ২৪ মে ২০২২ ১৯:১৯
Share:

জেলাশাসকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন শুভেন্দু। ফাইল চিত্র।

জেলায় জেলায় উন্নয়নমূলক কাজের পরিস্থিতি খতিয়ে দেখতে সফর শুরু করেছে পাবলিক ওয়ার্কস এবং পাবলিক হেলথ্ ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডিং কমিটি। পশ্চিম মেদিনীপুর ঘুরে মঙ্গলবার বিকেলে পূর্ব মেদিনীপুরে দিঘা উন্নয়ন পর্ষদের সভাঘরে বৈঠকে বসেন তারা। কিন্তু সেই বৈঠকে বিজেপি বিধায়কদের ডাকা হয়নি বলে অভিযোগ তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নিজের ক্ষোভের কথা জানিয়ে একাধিক টুইট করেন শুভেন্দু। আগামী ৬ জুন আদালতে যাবেন বলে হুঁশিয়ারিও দিয়েছেন।

Advertisement

টুইটারে শুভেন্দুর দাবি, ‘মঙ্গলবার বিকেল সাড়ে তিনটেয় দিঘার ডিএসডিএ স্ট্যান্ডিং কমিটির বৈঠক আয়োজিত হয়েছে। বৈঠকের উদ্দেশ্য, বিভিন্ন দফতরের উন্নয়নমূলক কাজকর্মের পর্যবেক্ষণ ও তদারকি করা। যেখানে জেলার সমস্ত বিধায়ককে আমন্ত্রণ জানানোর নির্দেশ দিয়েছেন পিডব্লিউডি’র জয়েন্ট ডিরেক্টর। কিন্তু বৈঠকে কেবলমাত্র তৃণমূল বিধায়কদেরই আমন্ত্রণ জানানো হয়েছে।’

প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুরের ১৬টি বিধানসভা আসনের মধ্যে নন্দীগ্রাম, হলদিয়া, ময়না, ভগবানপুর, খেজুরি, উত্তর কাঁথি এবং দক্ষিণ কাঁথি, মোট ৭টি বিধানসভায় বিজেপির বিধায়ক। অভিযোগ, মঙ্গলবারের বৈঠকে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু-সহ গেরুয়া দলের কোনও বিধায়কই ডাক পাননি। টুইটারে শুভেন্দুর অভিযোগ, ‘পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের ডিকশনারিতে বিধায়ক মানেই কেবল তৃণমূলের বিধায়কদের বোঝাচ্ছে। তাই, আমন্ত্রিতদের বাছতে গিয়ে অযৌক্তিক বিচক্ষণতা দেখিয়েছেন পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন)।’

Advertisement

সরাসরি পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে কাঠগড়ায় তুলে টুইটারে শুভেন্দুর অভিযোগ, ‘পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজির নির্দেশে অতিরিক্ত জেলাশাসক কেবলমাত্র তৃণমূলের বিধায়কদেরই বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন। এর বিরুদ্ধে পূর্ব মেদিনীপুরের বিজেপি বিধায়কেরা ইতিমধ্যে রাজ্যপাল ও বিধানসভার সেক্রেটারির কাছে অভিযোগ জানিয়েছেন। সেই সঙ্গে আগামী ৬ জুনের পর পার্টি ক্যাডার জেলাশাসকের বিরুদ্ধে আইনী লড়াই শুরু করা হবে।’

অন্য একটি টুইটে শুভেন্দু লেখেন, ‘এই ঘটনায় বিজেপি বিধায়কদের বিরুদ্ধে রাজ্য সরকারের বৈষম্যমূলক মনোভাবেরই প্রকাশ হয়।’ তাঁর আরও সংযুক্তি, ‘হয়তো তারা উন্নয়নমূলক কাজে সরকারি তহবিলের অপব্যবহারের মতো কিছু লুকোচ্ছে। যা বিরোধী বিধায়করা থাকলে হয়তো প্রকাশ্যে চলে আসত।’ যদিও এ নিয়ে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement