টেট নিয়ে তদন্তের দাবি, স্মারকলিপি

প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে নিরপেক্ষভাবে তদন্তের দাবিতে মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকের অফিসের সামনে বিক্ষোভ দেখাল এসইউসি’র শিক্ষক সংগঠন বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৫ ০১:৩৭
Share:

তমলুকে বিক্ষোভ

প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে নিরপেক্ষভাবে তদন্তের দাবিতে মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকের অফিসের সামনে বিক্ষোভ দেখাল এসইউসি’র শিক্ষক সংগঠন বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। এ দিন দুপুরে সমিতির সদস্য-সমর্থক শিক্ষক-শিক্ষিকারা তমলুক শহরের মানিকতলায় জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক অফিসের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখায়। প্রায় এক ঘণ্টা ধরে বিক্ষোভ চলে। বিক্ষোভে নেতৃত্ব দেন সমিতির জেলা সম্পাদক সতীশ সাহু, জেলা সহ-সম্পাদক সৌমিত্র পট্টানায়েক, জেলা সহ-সভাপতি অসীমা দাস প্রমুখ।

Advertisement

জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকের কাছে সমিতির পক্ষ থেকে দাবি সংবলিত স্মারকলিপিও দেওয়া হয়। এ দিন সতীশবাবু অভিযোগ করেন, ‘‘টেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি এই ঘটনাকে সাইবার ক্রাইম বলে দায় এড়ানোর চেষ্টা করছেন। কিন্তু এর সঙ্গে কয়েক লক্ষ বেকার যুবক-যুবতীদের স্বার্থ জড়িত।’’ তাঁর দাবি, ‘‘টেট পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে ঘটনায় জড়িত দোষীদের শাস্তি দিতে হবে।’’

দেওয়াল পত্রিকা। তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লকের কৃষ্ণগঞ্জ কৃষি-শিল্প বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির সব ছাত্র-ছাত্রীদের নিয়ে সম্প্রতি একগুচ্ছ দেওয়াল পত্রিকা প্রকাশিত হয়েছে। বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির পড়ুয়াদের লেখা কবিতা, প্রবন্ধ, রচনা ও বিভিন্ন বিষয়ের উপর আঁকা ছবি-সহ বিভিন্ন নামের মোট ১৬টি দেওয়াল পত্রিকা একই দিনে প্রকাশিত হয়। প্রতিটি দেওয়াল পত্রিকার সম্পাদক, সহ-সম্পাদক হিসেবে রয়েছে ছাত্র-ছাত্রীরাই। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা জানান, স্কুলে ক্লাসের পাঠ্যসূচির পড়াশোনার পাশাপাশি সব ছাত্র-ছাত্রীরা যাতে তাদের নিজস্ব প্রতিভা বিকাশের সুযোগ পায়, সে জন্য পরীক্ষামুলকভাবে একটি ক্লাসের সব পড়ুয়াকে যুক্ত করে দেওয়াল পত্রিকা প্রকাশ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে স্কুলের ছাত্র-ছাত্রীরা ভবিষ্যতে সৃষ্টিশীল কাজে অনুপ্রাণিত হবে বলে আশা করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement