Road

ঝাঁঝ বাড়াচ্ছে বিজেপিও  

শনিবার মেদিনীপুরে বাইক মিছিল করেছে বিজেপির যুবমোর্চা। আগামী শুক্রবার মেদিনীপুরে আসার কথা সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২০ ০৩:৩৬
Share:

সোমবার যেখানে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মেদিনীপুর কলেজ-কলেজিয়েট মাঠের পাশ দিয়েই গেল বিজেপির বাইক মিছিল। শনিবার বিকেলে। ছবি: সৌমেশ্বর মণ্ডল

কাল, সোমবার মেদিনীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা। সভার সমর্থনে প্রচারে রাস্তায় নেমেছে তৃণমূল। চলছে মিছিল, পথসভা। শনিবারও শহরে তৃণমূলের মিছিল হয়েছে। পাল্টা রাস্তায় নেমে তৃণমূল-বিরোধী প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে বিজেপিও। মুখ্যমন্ত্রীর মেদিনীপুর সফরের আগে-পরে গুচ্ছ কর্মসূচি নিয়েছে গেরুয়া- শিবির।

Advertisement

আজ, রবিবারই মেদিনীপুরে আসার কথা ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় আদিবাসী উন্নয়নমন্ত্রী অর্জুন মুন্ডার। ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। যাওয়ার কথা শালবনি এবং মেদিনীপুর গ্রামীণে। দলীয় সূত্রে খবর, রবিবার সকালে শালবনির ভাদুতলায় চা-চক্র সেরে তাঁর যাওয়ার কথা মেদিনীপুর গ্রামীণের ধেড়ুয়ায়। তারপর চাঁদড়ায় স্থানীয় বিশিষ্টজনেদের সঙ্গে সৌজন্য-সাক্ষাৎ করার কথা তাঁর। তারপর শালবনির পিঁড়াকাটায় সভা রয়েছে। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর কর্মসূচির প্রস্তুতি খতিয়ে দেখতে শনিবারই চাঁদড়া গিয়েছিলেন বিজেপির জেলা সহ- সভাপতি অরূপ দাস প্রমুখ।

শনিবারই খড়্গপুরে এসেছিলেন সাংসদ তথা বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিংহ মাহাতো। তিনি খড়্গপুরের একাধিক এলাকায় গিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় মেদিনীপুরে এসে দলের যুবকর্মীদের নিয়ে এক বৈঠক করেছেন যুবমোর্চার রাজ্য সহ-সভাপতি শঙ্কুদেব পন্ডা। বৈঠকে ছিলেন বিজেপির জেলা সভাপতি শমিত দাশ, দলের জেলা সাধারণ সম্পাদক শঙ্কর গুছাইত প্রমুখ। ‘বিনা-যুদ্ধে’ তৃণমূলকে যে এক ইঞ্চি জমিও বিজেপি ছাড়বে না, তার স্পষ্ট ইঙ্গিত শঙ্কুদেব দিয়েছেন। দলীয় সূত্রে খবর, বৈঠকে বিজেপির এই যুবনেতা বলেছেন, ‘‘মুখ্যমন্ত্রী মেদিনীপুরে এসে সব মিথ্যা কথা বলবেন। যুবমোর্চাকে বলব, এর পাল্টা জবাব দিতে হবে। আমরা পাল্টা কর্মসূচিতে বিশ্বাসী নই। কিন্তু পাল্টা কর্মসূচি করে মানুষকে বলতে হবে, উনি ভুল বোঝাচ্ছেন।’’ তৃণমূল সরকারের ‘দুয়ারে সরকার’ কর্মসূচিকে কটাক্ষ করে ওই যুবনেতা বলেছেন, ‘‘তৃণমূল দুয়ারে দুয়ারে গেলে একটা করে ফুল দিয়ে দেবেন। বার্তা দিয়ে দেবেন যে, ওদের বিদায় আসন্ন। ফুল দেবেন কারণ, পরে আর বিদায় সংবর্ধনা জানানোর সুযোগ না-ও পেতে পারেন!’’

Advertisement

শনিবারই আবার মেদিনীপুরে বাইক মিছিল করেছে বিজেপির যুবমোর্চা। শামিল হন দলের নেত্রী তথা এশিয়াডে সোনাজয়ী অ্যাথলিট জ্যোতির্ময়ী শিকদার। মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেছে। ‘আর নয় অন্যায়’, ‘আর নয় বেকারত্ব’-র মতো স্লোগান সামনে রেখেই বাইক মিছিল হয়েছে। পাশাপাশি, ‘জনগণ বলছে, তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে’- এই স্লোগান সামনে রেখেও বিজেপির প্রচার চলছে।

আগামী শুক্রবার মেদিনীপুরে আসার কথা সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। তাঁরও একাধিক কর্মসূচি রয়েছে এখানে। বিজেপির জেলা সভাপতি শমিত দাশ বলেন, ‘‘এখন তৃণমূল পিছোচ্ছে। বিজেপি এগোচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement