Medinipur

মেদিনীপুর শহরে চলছে বিজেপি-তৃণমূলের দেওয়াল লিখনের লড়াই

রবিবার মেদিনীপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখনে অংশ নেন বিজেপির জেলা সভাপতি সমিত দাশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২০ ২১:৩২
Share:

দেওয়াল লিখনে অংশ নিয়েছেন স্থানীয় বিজেপি নেতা সমিত দাস। নিজস্ব চিত্র।

নির্বাচনের দিন এখনও ঘোষণা হয়নি, তার আগেই প্রচারে নেমে পড়েছে বিজেপি এবং তৃণমূল। ইতিমধ্যে দেওয়াল লিখনের কাজও শুরু করে দিয়েছে দু’পক্ষ।

Advertisement

রবিবার মেদিনীপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখনে অংশ নেন বিজেপির জেলা সভাপতি সমিত দাশ। শুক্রবার রাতে ওই ওয়ার্ডেই দেওয়াল ঘেরা শুরু করেছিল তৃণমূল। এ বার বিজেপি-ও নেমে পড়ল ময়দানে। রীতিমতো দলের প্রতীক এঁকে দেওয়াল লেখা শুরু করেছে বিজেপি।

বিজেপি-র জেলা সভাপতি সমিত দাশ বলেন, “এখানে কোনও উন্নয়ন হয়নি। ভোট আসতেই উন্নয়নের কাজ শুরু করেছে। আগে বিজেপি-র সভায় লোক দেখা যেত না। এখন বিজেপি-র সভাতে ভিড় বাড়ছে। তার মানে মোদীর উপর মানুষের বিশ্বাস বাড়ছে। সামনেই নির্বাচন তাই দলের কর্মীদের উজ্জীবিত করতে দেওয়াল লেখা শুরু হল। শুধু প্রার্থীর নাম লেখা বাকি থাকল।”

Advertisement

অন্য দিকে, ‘সাইড ফর টিএমসি ২০২১’— নীল রং দিয়ে দেওয়ালে লেখা শুরু করেছে তৃণমূলও। ৯ নম্বর ওয়ার্ডের প্রায় ৬০-৭০ টি দেওয়ালে এই কথা লেখা হয়েছে বলে জানিয়েছেন এলাকার তৃণমূল নেতা সৌরভ বসু। তাঁর কথায়, “গত পুরসভা এবং লোকসভা নির্বাচনের সময় যে সব দেওয়ালে তৃণমূলের প্রার্থীর জন্য প্রচার করা হয়েছিল সেই সব দেওয়ালে সাদা রং করে ফের প্রচারের কাজ শুরু হয়েছে।” তবে বিজেপি, সিপিএম, কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দলের জন্য ব্যবহৃত দেওয়াল গুলিতে হাত দেওয়া হয়নি বলেই দাবি তাঁর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement