BJP-TMC

বিজেপির মিছিলে বোমাবাজি! এগরাকাণ্ডের মধ্যেই উত্তাল ভগবানপুর, অভিযোগের তির তৃণমূলের দিকে

পূর্ব মেদিনীপুরের এগরার বিস্ফোণের ঘটনা নিয়ে রাজ্য জুড়ে চাপান-উতোরের মধ্যেই শাসকদলের বিরুদ্ধে বিজেপির মিছিলে বোমাবাজির অভিযোগ উঠল ওই জেলারই ভগবানপুরে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মে ২০২৩ ২০:১৪
Share:

বিজেপির মিছিলে বোমাবাজির অভিযোগ উঠল ভগবানপুরে। নিজস্ব চিত্র।

পূর্ব মেদিনীপুরের এগরার বিস্ফোণের ঘটনা নিয়ে রাজ্য জুড়ে চাপান-উতোরের মধ্যেই শাসকদলের বিরুদ্ধে বিজেপির মিছিলে বোমাবাজির অভিযোগ উঠল ওই জেলারই ভগবানপুরে। বিজেপির দাবি, মিছিলে গুলিও ছোড়া হয়েছে। অভিযোগ, শাসক তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলায় তাদের দলের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি-সহ ৭ কর্মী-সমর্থক আহত হয়েছেন। তৃণমূল অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে ভগবানপুরের পাউশি বাজারে একটি প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল বিজেপি। এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন বিধায়ক রবীন্দ্রনাথ। অভিযোগ, বিজেপির সেই মিছিলেই বোমাবাজি করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বিজেপির দাবি, পুলিশের সামনেই বোমা, গুলি ছোড়া হয়েছে। বিধায়ক নিজেও জখম হয়েছেন। রবীন্দ্রনাথ বলেন, ‘‘পুলিশের সামনে বিজেপির শান্তিপূর্ণ মিছিলে তৃণমূল বোমাবাজি করেছে। গুলি চালিয়েছে। পুলিশ তখন নীরক দর্শক হয়ে দাঁড়িয়েছিল। এই ভগবানপুরকে তৃণমূলের হার্মাদ বাহিনীমুক্ত করব।’’

পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি তরুণকুমার মাইতি সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘‘এই নোংরা রাজনীতিতে আমরা বিশ্বাস করি না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement