জনসংযোগে আসছেন ভারতী, অর্জুন

ভারতী ঘোষ ও অর্জুন সিংহ, দলের দুই হেভিওয়েট নেতার আসার খবরে উজ্জীবিত বিজেপির কর্মী-সমর্থকেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৯ ০০:২১
Share:

ভারতী ঘোষ ও অর্জুন সিংহ।—ফাইল চিত্র।

এই প্রথমবার এগরা মহকুমায় পা রাখবেন বিজেপি নেত্রী তথা প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ। সেই সঙ্গে ব্যারাকপুর লোকসভার সাংসদ অর্জুন সিংহও জেলায় আসার খবরে তৎপরতা শুরু হয়েছে বিজেপি শিবিরে। জেলা বিজেপি সূত্রে খবর আগামী বুধবার পটাশপুর ও এগরায় বিজেপির রাখিবন্ধন উৎসবে সামিল হবেন ভারতী ঘোষ। ওই দিন সকালে এগরার কুদিতে দলীয় পার্টি অফিস উদ্বোধনে ভারতীর হাজির থাকার কথা। সেখান থেকে বেলা ১১টা নাগাদ পটাশপুরে টেপড়পাড়া বাসস্ট্যান্ডে বিজেপির অরাজনৈতিক রাখিবন্ধন উৎসবে শামিল হবেন ভারতী। বিকেলে খেজুরির দুটি জায়গায় দলীয় কর্মীদের সঙ্গে দেখা করবেন তিনি।

Advertisement

ভারতী ঘোষ ও অর্জুন সিংহ, দলের দুই হেভিওয়েট নেতার আসার খবরে উজ্জীবিত বিজেপির কর্মী-সমর্থকেরা। নিজেদের গড়ে বিজেপির বাড়বাড়ন্তে জেলায় কিছুটা চাপে তৃণমূল। এই অবস্থায় প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষকে জেলায় এনে বিজেপি নেতৃত্ব শাসক দলকে নতুন বার্তা দিতে চাইছে বলে মনে করছে রাজনৈতিক মহল। দলীয় সূত্রে খবর, বিজেপি নেত্রীর পরামর্শে আগামী দিনে রাজনৈতিক লড়াই হবে এগরা মহকুমায়। যদিও এবিষয়ে কাঁথি সাংগঠনিক বিজেপির সভাপতি অনুপ চক্রবর্তীর দাবি, ‘‘রাখিবন্ধন উৎসবের মাধ্যমে সকল মানুষের সঙ্গে জনসংযোগের এটা একটা প্রক্রিয়া। নেতারা আসার ইচ্ছা প্রকাশ করেছেন তাই এই ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে। কোনও রাজনীতির রং নেই।’’

এই অবস্থায় ভারতী ও অর্জুনের মতো দাপুটে নেতারা জনসমর্থনে কতটা ছাপ ফেলতে পারেন সে দিকেই তাকিয়ে মহকুমাবাসী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement