Elephant Attack

২৪ ঘণ্টার মধ্যেই আবার হাতির হানা ঝাড়গ্রামে, ছাগল চড়াতে গিয়ে মৃত্যু এক বৃদ্ধের

বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রাম বন বিভাগের শিলদার রেঞ্জের লালগড় থানার বিনপুর বিট এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃতের নাম শ্রীনাথ সিংহ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঝাড়গ্রাম শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৩ ১০:৫৪
Share:

হাতির হানায় আবার মৃত্যু ঝাড়গ্রামে। ফাইল চিত্র।

২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ঝাড়গ্রামে আরও এক জনের মৃত্যু হল হাতির হামলায়। বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রাম বন বিভাগের শিলদার রেঞ্জের লালগড় থানার বিনপুর বিট এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃতের নাম শ্রীনাথ সিংহ।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে দলছুট হাতির একটি দল বিনপুর বিটের কুরকুটশোল এলাকায় ঢুকে পড়ে। এই খবর শুনে আতঙ্কে বহু মানুষ বাইরে বেরিয়ে এসেছিলেন। তাঁদের চিৎকার-চেঁচামেচিতে উত্তেজিত হয়ে পড়ে হাতির দলটি। এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে তারা। সেই সময় একটি হাতি শ্রীনাথকে আক্রমণ করে। বৃদ্ধ কিছু বুঝে ওঠার আগে তাঁকে শুড়ে তুলে আছাড় মারে হাতিটি। যার জেরে গুরুতর জখম হন শ্রীনাথ। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

হাতির হামলার খবর পেয়েই ঘটনাস্থলে যায় বন দফতর এবং লালগড় থানার পুলিশ। মৃতের দেহ ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা পুলিশ মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষ হওয়ার পর তা পরিবারের হাতেও তুলে দেওয়া হয়েছে। বন দফতর সূত্রে খবর, বাঁকুড়ার ফুলকুশমা রেঞ্জের দিক থেকে ৭টি হাতির একটি দল শিলদা রেঞ্জে ঢুকে পড়েছিল। ওই হাতির দলের হামলায় শ্রীনাথের মৃত্যু হয়েছে। এক আধিকারিক বলেন, ‘‘সরকারি নিয়ম মেনে ৫ লক্ষ টাকা পরিবারের হাতে তুলে দেওয়া হবে।’’

Advertisement

প্রসঙ্গত, বুধবারই খড়্গপুর বন বিভাগের কলাইকুণ্ডা রেঞ্জের সাঁকরাইল বিটের বীরভাষা গ্রামে হাতির হানায় হুলা পার্টির সদস্য সঞ্জীব মাহাতোর (২১) মৃত্যু হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement