Elephant

ছুটে এসে এক গুঁতো! একধাক্কায় রেলগেট ভেঙে রেললাইন পেরিয়ে গেল হাতি

বাংলা-ঝাড়খণ্ড সীমানা লাগোয়া জামশেদপুর বন বিভাগের চাকুলিয়া রেঞ্জের সুনশুনিয়া এলাকায় ওই ঘটনা ঘটেছে। রেলের দক্ষিণ-পূর্ব শাখার খড়গপুর-টাটানগর শাখার সুনশুনিয়া রেলগেটটি ভেঙে ফেলেছে একটি দলছুট হাতি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৩ ১৬:১৪
Share:

রেলগেট ভাঙল হাতি। — নিজস্ব চিত্র।

বন্ধ রেলগেট। কিন্তু তাতে আটকানো যায়নি গজরাজকে। গায়ের জোরে রেলগেট ভেঙেই রেললাইন পেরিয়ে গেল হাতি। ইতিমধ্যেই সেই ভিডিয়ো ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। হাতির শক্তি প্রদর্শনের সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন এলাকার মানুষ।

Advertisement

সমাজমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বাংলা-ঝাড়খণ্ড সীমানা লাগোয়া জামশেদপুর বন বিভাগের চাকুলিয়া রেঞ্জের সুনশুনিয়া এলাকায় ওই ঘটনা ঘটেছে। রেলের দক্ষিণ-পূর্ব শাখার খড়গপুর-টাটানগর শাখার সুনশুনিয়া রেলগেটটি ভেঙে ফেলেছে একটি দলছুট হাতি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুনশুনিয়া এলাকাটি জঙ্গল সংলগ্ন। সোমবার ভোরে জঙ্গল থেকে বেরিয়ে একটি হাতি হঠাৎ রাস্তায় উঠে পড়ে। গ্রামবাসীদের তাড়া খেয়ে দৌড় শুরু করে হাতিটি। রেলগেট ভেঙে লাইন পেরিয়ে যায় হাতিটি।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, বাংলা-ঝাড়খণ্ড সীমানায় দাপিয়ে বেড়াচ্ছে হাতির পাল। সেই দলেরই একটি হাতি রেলগেট ভেঙে দেয় সোমবার ভোরে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement