elephant

Jhargram: অভিযানে গিয়ে হাতির তাড়া! ঝাড়গ্রামের জঙ্গলে আহত হলেন দুই জওয়ান

আহত দুই পুলিশ কর্মীর নাম কুরবান আনসারী, রূপেশ ছেত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঝাড়গ্রাম শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২২ ২৩:০৪
Share:

—নিজস্ব চিত্র।

জঙ্গলে অভিযান চালানোর সময় হাতির হামলায় আহত হলেন দুই পুলিশ কর্মী। ঝাড়গ্রাম জেলার জাম্বনি থানার যমুনা শোল গ্রাম লাগোয়া জঙ্গলে ঘটনাটি ঘটেছে। বৃহস্পতিবার সকালে হাতির হানায় আহত ওই দুই পুলিশ কর্মীকে ভর্তি করা হয় ঝাড়গ্রাম হাসপাতালে।

Advertisement

আহত দুই পুলিশ কর্মীর নাম কুরবান আনসারী, রূপেশ ছেত্রী। দু’জনেই সিআইএফ-এর জওয়ান। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে যমুনা শোলের জঙ্গলে অভিযানে গিয়েছিলেন ওই জওয়ানেরা। বাহিনী সূত্রে খবর, অভিযান চালানোর সময় একটি হাতি সামনে চলে আসে। ওই সময় ছুটে পালাতে গিয়েই আহত হয় রূপেশ। তবে সরাসরি হাতির আক্রমণে আঘাত পেয়েছেন কুরবান।

জানা গিয়েছে, ওই জঙ্গলে ৮-১০ হাতির একটি দল রয়েছে। ওই দলেরই হাতি হামলা চালিয়েছে বলে দাবি। খবর পেয়েই ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় সিআইএফ বাহিনী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement