নিউ রানিং রুম এলাকার ঠিক এখানেই রবিবার রাতে গুলি চলে বলে অভিযোগ। নিজস্ব চিত্র
রেলের ঠিকাদারি নিয়ে গোলমালের মাঝে কানফাটা শব্দ। তবে কি ফের গুলি চলল রেলশহরে! রবিবার রাতে আতঙ্ক ছড়াল খড়্গপুর স্টেশনের অদূরে সাউথসাইডে রেলের নতুন রানিং স্টাফ রুমের বাইরে।
গত দু’দিন ধরে টেন্ডার সংক্রান্ত বিষয়ে গোলমাল চলছিল ওই রানিং স্টাফ রুমে। তবে কি সেই গোলমালের জেরেই গুলি চলল! রানিং স্টাফ রুমের পরিচালনা, খাবার সরবরাহের সদ্য বরাত পাওয়া ঠিকাদার সংস্থার কর্মী জামশেদপুরের জুগশলাইয়ের রোহিত রজকের অভিযোগ তেমনটাই। পুলিশ সূত্রের খবর, থানায় লিখিত অভিযোগে তিনি জানিয়েছেন, তাঁদের ভয় দেখাতেই গুলি চালানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তল্লাশি করে গোটা এলাকা। পুলিশের দাবি, গুলি চলার কোনও প্রমাণ মেলেনি। খড়্গপুরের এসডিপিও সুকমল দাস বলেন, “গুলি সংক্রান্ত একটি অভিযোগ এসেছে। তবে গুলি না অন্য কোনও শব্দ তা স্পষ্ট নয়। আমরা তদন্তে সবদিক খতিয়ে দেখছি।”
রেল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রেলের চালক, গার্ডদের বিশ্রামের জন্য মাস কয়েক আগেই নতুন এই রানিং স্টাফরুম গড়ে তোলা হয়েছে। এ ছাড়াও রেল স্টেশন সংলগ্ন বোগদা এলাকায় পুরনো আরও একটি রানিং স্টাফরুম রয়েছে। এই স্টাফরুমগুলি পরিচালনা, খাবার সরবরাহের জন্য সম্প্রতি টেন্ডার ডাকা হয়। সেখানে বরাত পায় জামশেদপুরের একটি ঠিকাদার সংস্থা। এর পরে ওই ঠিকাদার সংস্থা জামশেদপুরের কয়েকজন যুবককে কর্মী হিসাবে ওই রানিং রুমে নিয়োগ করে। এতেই পুরনো ঠিকাদার সংস্থার অধীনে থাকা ৩২জন কর্মী কাজ হারা হওয়ার আশঙ্কা করছেন। এই নিয়ে গত দু’দিন ধরে গোলমাল চলছি ওই রানিং স্টাফরুমে। রবিবার সন্ধ্যা পর্যন্ত ওই এলাকায় জমায়েত হয়েছিলেন পুরনো কর্মীরা। রাতে অবশ্য সকলে চলে যান। এর পরেই ওই এলাকায় গুলি চলে বলে অভিযোগ ওঠে। সদ্য নিযুক্ত ঠিকাকর্মী নীলেশচন্দ্র সাউ বলেন, “আমরা এখানে একটি ঠিকাদার সংস্থার হয়ে পরিচালনার কাজে একদিন হল নিযুক্ত হয়েছি। রানিং রুমের বাইরে দাঁড়িয়ে ছিলাম। দেখলাম দু’জন যুবক মুখ বেঁধে আসছে। হঠাৎ গুলির আওয়াজ পেলাম। তার পরেই ওরা চলে যাওয়ার সময় দেখলাম ওদের একজনের হাতে পিস্তল রয়েছে। খুব আতঙ্কে রয়েছি।”
সম্প্রতি আগ্নেয়াস্ত্র-সহ দীপঙ্কর শুক্ল, সঞ্জীব যাদবের মতো উঠতি দুষ্কৃতীকে গ্রেফতার করেছে টাউন পুলিশ। অবশ্য তার পরেও এই গুলি চলার অভিযোগে নতুন করে শোরগোল শুরু হয়েছে। টাউন পুলিশ অবশ্য গুলি না অন্য কোনও শব্দ, সেই ধন্দ কাটাতে আপাতত তদন্ত চালাচ্ছে।