ঝাড়গ্রামে শুভেন্দুকে কালো পতাকা দেখানো হল। নিজস্ব চিত্র।
বিজেপিতে যোগ দেওয়ার পরে প্রথমবার ঝাড়গ্রাম যাওয়ার পথে কালো পতাকা দেখতে হল শুভেন্দু অধিকারীকে। সোমবার ঝাড়গ্রামে বিজেপির সাংগঠনিক বৈঠকে যোগ দিতে যান শুভেন্দু। তাঁকে স্বাগত জানাতে লোধাশুলি থেকে মোটর সাইকেল মিছিল করে বিজেপি কর্মীরা। সেই সময় গড় শালবনি এলাকায় শুভেন্দুর কনভয় লক্ষ্য করে 'গো ব্যাক' স্লোগান ওঠে। পুরাতন বাজারের কাছে কয়েকজন কালো পতাকা দেখায়। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকায় কোনও রকম গোলমাল হয়নি। বিজেপির অভিযোগ তৃণমূল কর্মীরাই কালো পতাকা নিয়ে হাজির ছিল। একই কথা বলেছেন শুভেন্দুও। তিনি বলেন, "আমি দেখেছি একটা জায়গায় ৫ জন লোক দাঁড়িয়ে। তাঁদের মধ্যে আমি ৩ জনকে ব্যক্তিগত ভাবে চিনি, নমস্কার করেছি। তারা আমাকে দেখতে পেয়ে মাথা নামিয়ে নিয়েছে।"
গত কয়েকদিনে শুভেন্দু বারবার বলেছেন, তিনি অখণ্ড মেদিনীপুরের প্রতিনিধি। এর আগে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বিজেপির সমাবেশে যোগ দিলেও সোমবারই প্রথমবার যান ঝাড়গ্রাম। তবে সোমবার কোনও সমাবেশ ছিল না ঝাড়গ্রামে। সাংগঠনিক বৈঠকে যোগ দিতে যান তিনি। পরে সাংবাদিক বৈঠকও করেন। সেখানে তিনি বলেন, "ঝাড়গ্রামের জেলা পরিষদে বিজেপিই জেতে। মাঝ রাতে পুলিশ দিয়ে গণনাতে গোলমাল করে যে হারানো হয়েছে সেটা আমি জানি।" ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই জেলার ৪টি আসনেই বিপুল ভোটে বিজেপি জিতবে বলেও দাবি করেন তিনি। সোমবার ছত্রধর মাহাতো প্রসঙ্গে শুভেন্দু বলেন, "কোনও নৈরাজ্য সৃষ্টিকারী লোকের সম্পর্কে আমি কোনও মন্তব্য করব না। যাঁরা ঝাড়গ্রাম শহরে ৩৭ দিন ধরে অবরোধ করে রেখেছিলেন, সেই সব লোক সম্পর্কে আমি মন্তব্য করব না। যাঁদের পরিজনেরা খুন হয়েছেন তাঁরা এর উত্তর দেবেন।"