সুষ্ঠু ভাবে প্রাথমিকের টেট পরীক্ষা নেওয়ার দাবিতে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সামনে বিক্ষোভ দেখায় সিপিএমের ছাত্র-যুব সংগঠন। নেতৃত্বে ছিলেন সংগঠনের জেলা সম্পাদক দিলীপ সাউ, এসএফআইয়ের জেলা সভাপতি সোমনাথ চন্দ। পরে সংসদ সভাপতি নারায়ণ সাঁতরাকে ডেপুটেশনও দেওয়া হয়।
টেটের ফর্ম বিলি নিয়ে গোটা রাজ্যের সঙ্গে এই জেলাতেও ছাত্রছাত্রীদের হয়রানির মধ্যে পড়তে হয়নি। ফর্মের জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে পুলিশের ধমক খেতে হয়েছে। লাঠিচার্জের ঘটনা ঘটেছে। পরে অবশ্য কর্তৃপক্ষ ডিউ স্লিপ দিয়ে আগামী বুধবার থেকে ফর্ম বিলির ব্যবস্থা করেছেন। ডিওয়াইএফের জেলা সম্পাদক দিলীপবাবু বলেন, “এ বার টেটের ফর্ম বিলি ঘিরে ব্যাপক বিশৃঙ্খলা হয়েছে। আমরা চাই, সুষ্ঠু ভাবে প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা হোক। এ দিন সংসদের কাছে সেই দাবিই জানানো হয়েছে।”