Patashpur

মুড়ি কারখানায় আগুন, কাঠগড়ায় তৃণমূল

পটাশপুরের বড়হাটকে নির্বাচন কমিশন অতি স্পর্শকাতর এলাকা হিসেবে চিহ্নিত করেছে। দিন কয়েক আগে কাটরঙ্কা বাজারের বিজেপি পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পটাশপুর শেষ আপডেট: ২৪ জুন ২০২৩ ০৯:১৯
Share:

পুড়ে যাওয়া কারখানা। —নিজস্ব চিত্র

ভোররাতে এক বিজেপি কর্মীর মুড়িভাজা কারখানায় আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগে উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ভস্মীভূত হয়ে যায় মিলের একাংশ। বৃহস্পতিবার রাতে পটাশপুরের প্রতাপপুর এলাকার ওই ঘটনায় অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। পুলিশ প্রাথমিক ভাবে তদন্ত শুরু করেছে।

Advertisement

পটাশপুরের বড়হাটকে নির্বাচন কমিশন অতি স্পর্শকাতর এলাকা হিসেবে চিহ্নিত করেছে। দিন কয়েক আগে কাটরঙ্কা বাজারের বিজেপি পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। সেই রেশ কাটতে না কাটতেই ফের প্রতাপপুরে বিজেপি কর্মীর একটি মুড়িভাজার কারখানায় রাতে আগুন লাগার ঘটনায় ফের অভিযোগের আঙুল উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

পটাশপুরের পাচুড়িয়ার বাসিন্দা নিতাই পাঁজার বড়হাট গ্রাম পঞ্চায়েতের প্রতাপপুরে মুড়িভাজার মিল রয়েছে। বুধবার সেই কারখানায় মুড়ি ভাজা হয়েছিল। বৃহস্পতিবার কারখানা বন্ধ ছিল। নিতাই পাঁজা আগে এলাকায় বাম সমর্থক হিসেবে পরিচিতি ছিলেন। বর্তমানে তিনি বিজেপির সক্রিয় কর্মী। এবারে পঞ্চায়েত ভোটে বড়হাট এলাকায় বিরোধী বিজেপি ও বামেদের মনোনয়ন জমা দেওয়া নিয়ে শাসক দল সেভাবে বাধা দেয়নি। বিজেপির দাবি, মনোনয়নে বাধা না দিলেও এলাকায় শাসক দলের চাপা সন্ত্রাস অব্যাহত। বৃহস্পতিবার রাতে দলীয় কর্মী নিতাই পাঁজার মুড়িভাজা কারখানায় আগুন ধরিয়ে দেওয়া সেই সন্ত্রাসেরই বহিঃপ্রকাশ।

Advertisement

স্থানীয়রা আগুন নেভানোর আগেই মিলের বেশ কিছু অংশ ভস্মীভূত হয়ে যায়। দাবি, ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক লক্ষ টাকার যন্ত্রপাতির। শুক্রবার সকালে ঘটনাস্থলে যায় পটাশপুর থানার পুলিশ। বিজেপির তরফে নির্বাচন কমিশনের কাছে শাসক দলের বিরুদ্ধে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ জানানো হয়েছে। যদিও গোটা ঘটনা অস্বীকার করে ঘটনাকে পারিবারিক দ্বন্দ্বের কারণ বলে দাবি করেছে তৃণমূল।

কাঁথি সাংগঠনিক বিজেপির জেলা সম্পাদক সুকান্ত প্রধান বলেন, ‘‘নিতাই পাঁজা বিজেপি দলের সক্রিয় কর্মী হওয়ায় তাঁকে জব্দ করতে বৃহস্পতিবার রাতে তৃণমূলের দুষ্কৃতীরা মিলে আগুন ধরিয়ে দেয়। লক্ষাধিক টাকার যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছি।’’ কাঁথি সাংগঠনিক তৃণমূলের জেলা মুখপাত্র পীযূষ পন্ডা বলেন, ‘‘এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। বিজেপি মিথ্যা বাজার গরম করার চেষ্টা করছে। পারিবারিক বিবাদের কারণেই এই ঘটনা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement