Mohammed Shami

দিল্লির বিরুদ্ধে বিশ্রামে শামি, প্রস্তুতিতে মুকেশ

এনসিএ সূত্রে খবর, সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলে বেঙ্গালুরু ফেরার পরে আবারও হাঁটু ফুলে যায় শামির। শেষ কয়েক দিন ধরে তাঁর শুশ্রূষা চলে। পায়ের জোর বাড়ানোর ব্যায়ামও করতে হয় জিমে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ০৭:১৫
Share:

ধাক্কা: এনসিএ-তেই রয়েছেন মহম্মদ শামি।  —ফাইল চিত্র।

বিজয় হজারে ট্রফির প্রথম ম্যাচে পাওয়া যাবে না মহম্মদ শামিকে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে এক দিনের প্রতিযোগিতা খেলার ছাড়পত্র এখনও পাননি ভারতীয় পেসার।

Advertisement

এনসিএ সূত্রে খবর, সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলে বেঙ্গালুরু ফেরার পরে আবারও হাঁটু ফুলে যায় শামির। শেষ কয়েক দিন ধরে তাঁর শুশ্রূষা চলে। পায়ের জোর বাড়ানোর ব্যায়ামও করতে হয় জিমে। কিন্তু বর্তমানে শামির হাঁটুর সমস্যা মেটেনি। তাই ২১ ডিসেম্বর দিল্লির বিরুদ্ধে তাঁকে পাচ্ছে না বাংলা।

দলের কোচ লক্ষ্মীরতন শুক্ল বলছিলেন, ‘‘প্রথম ম্যাচে শামিকে আমরা পাব না। বৃহস্পতিবার ও দলের সঙ্গে যোগ দেয়নি। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে এখনও ছাড়া হয়নি ওকে।’’ যোগ করেন, ‘‘কেন ছাড়া হল না সেই কারণ যদিও আমরা জানি না।’’

Advertisement

এখনও যদি ভারতীয় পেসারের হাঁটু ঠিক না হয়, তা হলে অস্ট্রেলিয়া সফরের দরজা কি আদৌ খোলা থাকবে? ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেই দিয়েছেন, ২০০ শতাংশ ফিট না হলে শামিকে জোর করা হবে না। বৃহস্পতিবারের খবর অনুযায়ী শামি এখনও ১০০ শতাংশ ফিট নন। বাংলার হয়েই যদি প্রথম ম্যাচ খেলতে না পারেন, ভারতের হয়ে খেলবেন কী ভাবে? ধরেই নেওয়া যায়, অস্ট্রেলিয়াগামী বিমানে হয়তো ওঠা হচ্ছে না ভারতীয় জোরে বোলারের।

শামিকে না পেলেও দিল্লির বিরুদ্ধে মুকেশ কুমারকে পাচ্ছে বাংলা। বুধবার রাতেই অস্ট্রেলিয়া থেকে ফিরে হায়দরাবাদে বাংলা দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে অনুশীলনও করেছেন দলের সঙ্গে। লক্ষ্মী বলছিলেন, ‘‘মুকেশ থাকায় অনেকটা সুবিধে হবে আমাদের। দেশের অন্যতম সেরা বোলার ও। এত দিন ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে ছিল। সেখান থেকে যা অভিজ্ঞতা সঞ্চয় করেছে, এখানে কাজে লাগাতে পারবে। মুকেশের মতো লড়াকু মানসিকতার ক্রিকেটার দলকে আরও শক্তিশালী করবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement