Mohammedan Sporting Club

বেতন বকেয়া, ক্ষোভ মহমেডান ফুটবলারদের

ম্যাচের মধ্যে টানা চারটিতে হেরে সব দলের শেষে শতাব্দী প্রাচীন ক্লাব। তার উপরে অধিকাংশ ফুটবলারের বেতন বকেয়া থাকায় অন্দরমহলের পরিস্থিতি ক্রমশ অগ্নিগর্ভ হয়ে উঠছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ০৭:০৭
Share:

মহমেডান স্পোর্টিং ক্লাবের তাঁবু। ছবি: সমাজমাধ্যম।

মাঠের ভিতরে ও বাইরে বিপর্যস্ত মহমেডান স্পোর্টিং। এমনিতেই আইএসএলে শেষ আটটি ম্যাচের মধ্যে টানা চারটিতে হেরে সব দলের শেষে শতাব্দী প্রাচীন ক্লাব। তার উপরে অধিকাংশ ফুটবলারের বেতন বকেয়া থাকায় অন্দরমহলের পরিস্থিতি ক্রমশ অগ্নিগর্ভ হয়ে উঠছে। কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচের চার দিন আগে মহমেডানের বিরুদ্ধে ফিফায় অভিযোগ জানানোর হুমকি দিলেন ফরাসি ডিফেন্ডার ফ্লোরেন্ট ওগিয়ের। এই পরিস্থিতিতে কড়া শাস্তির আতঙ্ক বাড়ছে মহমেডান শিবিরে।

Advertisement

বৃহস্পতিবার সন্ধেয় যুবভারতীতে অনুশীলনের পরে ফ্লোরেন্ট জানিয়েছেন, তাঁর দু’মাসের বেতন বকেয়া রয়েছে। ক্ষোভ উগরে দিয়ে বললেন, ‘‘ফিফায় অভিযোগ জানানোর কথা ভাবছি। এজেন্টের সঙ্গে আলোচনার পরেই দ্রুত সিদ্ধান্ত নেব।’’ ব্রাজিলীয় ফরোয়ার্ড কার্লোস ফ্রাঙ্কার দাবি, তিন মাস ধরে তিনি বেতন পাচ্ছেন না। ফ্রাঙ্কা স্পষ্ট জানিয়ে দিলেন জানুয়ারিতে দলবদল শুরু হলে মহমেডান ছাড়তে চান। কেরল ব্লাস্টার্সের পথে পা বাড়িয়ে রাখা ভানলালজ়ুইডিকা চাকচুয়াক দাবি করলেন, তাঁরও দু’মাসের বেতন বকেয়া রয়েছে। সূত্রের খবর, অধিকাংশ ফুটবলারই কয়েক মাস ধরে বেতন পাচ্ছেন না।

আই লিগে চ্যাম্পিয়ন হয়ে এই মরসুমে আইএসএলে অভিষেক ঘটিয়েছে মহমেডান। প্রথম ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ০-১ হারলেও নজর কাড়া ফুটবল খেলেছিলেন আলেক্সিস গোমেস-রা। দ্বিতীয় ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে ১-১ ড্র। তৃতীয় ম্যাচে চেন্নাইয়িন এফসি-কে ১-০ হারায় মহমেডান। তার পরেই ছন্দপতন। মাঠে একের পর এক হার। মাঠের বাইরে প্রকাশ্যে চলে আসে দুই বিনিয়োগকারী সংস্থার অন্তঃকলহ। সব ছাপিয়ে এ বার বেতন বকেয়া রাখা নিয়ে বিতর্ক চরমে।

Advertisement

ফুটবলারদের বেতন কেন বকেয়া? মহমেডানের সভাপতি আমিরুদ্দিন ববিকে ফোন করা হলেও তিনি ধরেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement