DEbra

আদিবাসী মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, উত্তেজনা ডেবরায়

শনিবার সন্ধ্যায় ওই মহিলার স্বামী বাইরে যান। ফিরে এসে স্ত্রীকে দেখতে পাননি। তখন আশপাশে খোঁজ খবর নেন। অবশেষে  রবিবার সকালে তাঁর প্রতিবেশীরা খবর দেন গোদাবাজার এলাকায় ধানের জমিতে মৃতদেহ পড়ে রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২১ ২৩:০৩
Share:

আদিবাসী মহিলার মৃত্যুতে উত্তেজনা এলাকায়। নিজস্ব চিত্র।

এক আদিবাসী মহিলার দেহ উদ্ধার ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পশ্চিম মেদিনীপুরে ডেবরা এলাকায়। বছর ৩৫-এর ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পরই জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় ওই মহিলার স্বামী বাইরে যান। ফিরে এসে স্ত্রীকে দেখতে পাননি। তখন আশপাশে খোঁজ খবর নেন। অবশেষে রবিবার সকালে তাঁর প্রতিবেশীরা খবর দেন গোদাবাজার এলাকায় ধানের জমিতে মৃতদেহ পড়ে রয়েছে। মহিলার বাড়ি বারুনিয়া এলাকায়।

এই ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তাঁরা লাঠিসোটা হাতে রাস্তায় নেমে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় ডেবরা থানার পুলিশ। পরে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement