Court

Medinipur District Court: মেদিনীপুর জেলা আদালতে শিশুদের স্তন্যপান করানোর বিশেষ ঘরের উদ্বোধন হল

এই বিশেষ ব্যবস্থার উদ্বোধন করেন কলকাতা হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২২ ২৩:১২
Share:

ক্রেশ কাম ল্যাকটেটিং মাদার্স রুম (শিশুকে স্তন্যপানের জন্য আলাদা ঘর)-এর উদ্বোধন হল মেদিনীপুর জেলা আদালত চত্বরে। এই বিশেষ ব্যবস্থার উদ্বোধন করেন কলকাতা হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক। তাছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিচারক সৌমেন্দ্রনাথ দাস, জেলাশাসক রশ্মি কমল, পুলিশ সুপার দীনেশ কুমার।

Advertisement

শনিবার ভিডিয়ো কনফারেন্সের একটি কক্ষের উদ্বোধনের পর জেলার অন্যান্য আদালতের বিচারকদের সঙ্গে কথা বলেন সৌমেন্দ্রনাথ দাস। আদালতের মহিলাকর্মী, আইনজীবী ও আদালতে আসা নবজাতক-সহ মায়েরা যাতে নিরালায় ওই ঘরে গিয়ে শিশুকে স্তন্যপান করাতে পারেন তার জন্য এই ব্যবস্থা। এর সঙ্গে ওই ঘরে শিশুরা যাতে খেলাধুলা করতে পারে তারও ব্যবস্থা থাকছে।

উদ্বোধনী অনুষ্ঠানে রেজিষ্টার অনুপম সরকার বলেন, ‘‘সুপ্রিম কোর্টের নির্দেশে জেলায় এই পরিষেবা চালু করা হল। রাজ্যের মধ্যে প্রথম মেদিনীপুরে এই পরিষেবা শুরু হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement