রাস্তায় দেহ আটকে চলছে বিক্ষোভ। নিজস্ব চিত্র।
বালিবোঝাই ডাম্পারের তলায় চাপা পড়ে মৃত্যু হল ১১ বছরের এক নাবালিকার। বৃহস্পতিবার বিকেলে পূর্ব মেদিনীপুরে মহিষাদলে তেরপেখ্যা নদী ঘাটের কাছে এই ঘটনা উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ডাম্পারটিকে আটকে বিক্ষোভ দেখান স্থানীয়েরা। ওই ট্রাক-সহ আশপাশের চত্বরে ভাঙচুর করা চালানো হয়। গ্রামবাসীদের অভিযোগ, এলাকায় অবৈধ বালি খাদান থাকার কারণে প্রায়ই এমন দুর্ঘটনা হয়। অবিলম্বে বালি খাদানগুলি বন্ধ করার দাবিও তোলেন তাঁরা।
এ দিন বিকেল সাড়ে চারটে নাগাদ এই দুর্ঘটনা হয়। মৃতের নাম শ্রীজিতা পাল। প্রত্যক্ষদর্শী দীনেশ হাজরা বলেন, ‘‘বিকেলে মেয়েটি সাইকেল নিয়ে তেরপেখ্যা বাজারে এসেছিল। বাড়ি ফেরার সময় সে সাইকেলে উঠতে যেতেই একটি বালি বোঝাই ডাম্পার সামনে চলে আসে। মেয়েটি ডাম্পারের পেছনের চাকার তলায় চলে যায়। সঙ্গে সঙ্গেই মারা যায়।’’
দুর্ঘটনার পরেই শুরু হয় বিক্ষোভ-অবরোধ। খবর পেয়ে মহিষাদল থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। বিক্ষোভের জেরে নাবালিকার দেহ উদ্ধার করা যায়নি। দেহ আটকে রেখে চলে বিক্ষোভ। বিক্ষোভকারীরা দাবি করেন, বালি খাদান বন্ধের প্রতিশ্রুতি প্রশাসন যত ক্ষণ না দিচ্ছে তত ক্ষণ দেহ তুলতে দেওয়া হবে না। সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত দেহ উদ্ধার করতে পারেনি পুলিশ।