কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ

কংগ্রেস ছেড়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিলেন একই অঞ্চলের আটজন নেতা-কর্মী। শনিবার বিকেলে সবংয়ের বুড়ালে এক সভায় ওই দলবদল হয়। এ দিনের সভায় প্রাক্তন কংগ্রেস নেতা হরিপদ মণ্ডল, লক্ষ্মীকান্ত আদক, সুজিত বেরা-সহ আটজন নেতা-কর্মীর হাতে দলের পতাকা তুলে দেন স্থানীয় তৃণমূল নেতা তথা জেলা কর্মাধ্যক্ষ অমূল্য মাইতি।

Advertisement
সবং শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৫ ০০:২৫
Share:

কংগ্রেস ছেড়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিলেন একই অঞ্চলের আটজন নেতা-কর্মী। শনিবার বিকেলে সবংয়ের বুড়ালে এক সভায় ওই দলবদল হয়। এ দিনের সভায় প্রাক্তন কংগ্রেস নেতা হরিপদ মণ্ডল, লক্ষ্মীকান্ত আদক, সুজিত বেরা-সহ আটজন নেতা-কর্মীর হাতে দলের পতাকা তুলে দেন স্থানীয় তৃণমূল নেতা তথা জেলা কর্মাধ্যক্ষ অমূল্য মাইতি। তৃণমূলে যোগ দেওয়া হরিপদ মণ্ডল বলেন, ‘‘কংগ্রেস বিপদে আমাদের পাশে থাকেনি। তাই মাসখানেক আগে কংগ্রেস ছেড়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমুখী কাজ দেখেএ বার তৃণমূলে যোগ দিলাম।’’ তৃণমূল নেতা অমূল্যবাবু জানান, ব্লকের পঞ্চায়েত সমিতি থেকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে দুর্নীতিতে জড়িয়ে পড়া কংগ্রেসের সঙ্গে এখন কর্মীরা থাকতে চাইছে না। তাই তাঁরা কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছেন। যদিও ব্লক কংগ্রেস সভাপতি অমল পণ্ডা বলেন, ‘‘তৃণমূলের প্রলোভনে পা দেওয়া এই কর্মীরা দুর্নীতিতে জড়িয়ে পড়ায় অনেক আগেই দল থেকে বিতাড়িত হয়েছিল। তাই তাঁরা এখন কোন দলে গেল তা নিয়ে আমাদের মাথাব্যথা নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement