—প্রতিনিধিত্বমূলক চিত্র।
তীর্থযাত্রীদের নিয়ে ফিরছিল বেসরকারি বাস। গুজরাতের বনসকাঁটা জেলায় সেই বাস উল্টে প্রাণ হারালেন তিন জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অম্বাজি মন্দির দর্শন করে খেদব্রহ্মে ফিরছিলেন পুণ্যার্থীরা। তখনই এই দু্র্ঘটনা।
পুলিশের তরফে প্রথমে জানানো হয়েছিল, এই ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। পরে তারা জানিয়েছে, দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। বাকি দু’জন পালানপুরের হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
জান্তা থানার ইনস্পেক্টর সরোজ চৌধুরী জানিয়েছেন, বেসরকারি বাসটি অম্বাজি থেকে খেদব্রহ্ম যাচ্ছিল। তাতে সওয়ার ছিলেন ৫৬ জন। তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েক জন। কী ভাবে বাসটি উল্টে গেল, খতিয়ে দেখছে পুলিশ।