উদ্ধার হওয়া মোটরবাইক নিজস্ব চিত্র।
পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের অভিযানে সাত দিনে উদ্ধার হল চুরি যাওয়া ২২টি মোটরবাইক। গ্রেফতার করা হয়েছে ১৫ জনকে। বেশ কয়েক মাস ধরেই পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন থানা এলাকায় বাইক চুরি যাচ্ছিল। সংশ্লিষ্ট থানাগুলিতে এ নিয়ে অভিযোগ জমা পড়ে। গাড়ি চুরির একাধিক অভিযোগ আসতেই অভিযানে নামে জেলা পুলিশ।
অভিযানে নেমে ডেবরা থানার পুলিশ কয়েক দিন আগে সাত জনকে গ্রেফতার করে। উদ্ধার হয় সাতটি বাইক। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সোমবার রাতে আরও দু'জনকে ধরা হয়। উদ্ধার হয় দু'টি বাইক। তাদের সবং এবং পিংলা থানা এলাকা থেকে ধরা হয়।
অন্য দিকে, গড়বেতা থানার পুলিশ গত কয়েক দিনে অভিযান চালিয়ে ছ'জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে মোট ১৫টি বাইক উদ্ধার হয়েছে। বাইক চুরিতে আর কারা জড়িত রয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিশ।