—ফাইল চিত্র।
বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মীর মর্যাদা, ন্যূনতম ২১ হাজার টাকা মাসিক বেতন, পিএফ, ইএসআই-সহ সামাজিক সুরক্ষার সুবিধা এবং পেনশনের দাবি জানাতে শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হলেন মিড-ডে মিল রন্ধনকর্মীরা। পশ্চিমবঙ্গ মিড-ডে মিল ইউনিয়নের একটি প্রতিনিধিদল বুধবার সংগঠনের সাধারণ সম্পাদক মধুমিতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধানসভায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করে ওই দাবি জানিয়েছে। সংগঠনের বক্তব্য, রাজ্যে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, শিশু ও মাধ্যমিক শিক্ষাকেন্দ্র (এসএসকে এবং এমএসকে), মাদ্রাসা ও শিশু শ্রমিকদের বিদ্যালয়ে মিড-ডে মিল রান্নার কাজে যুক্ত আছেন প্রায় দু’লক্ষ ৩৩ হাজার কর্মী। তাঁদের মধ্যে বেশির ভাগই মহিলা। রন্ধনকর্মীরা মাসে ১৫০০ টাকা ভাতা পান, যা দিয়ে সংসার চলে না। রন্ধনকর্মীদের ন্যূনতম মর্যাদা দেওয়ার দাবি জানানো হয়েছে শিক্ষামন্ত্রীর কাছে। পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতিও আজ, বৃহস্পতিবার তাদের দাবি নিয়ে কলকাতায় সমাবেশ ও বিধানসভা অভিযানের ডাক দিয়েছে।