Illegal Toto Stands

‘অবৈধ’ টোটোস্ট্যান্ডে থমকে এসপি-র গাড়ি

অভিযোগ, টোটোর দাপটের পাশাপাশি বেআইনি স্ট্যান্ডের জেরে নাজেহাল পথচারীরা। পুরসভা কর্তৃপক্ষ পান্ডাপাড়া ও চার নম্বর ঘুমটির রাস্তায় একাংশ চিহ্নিত করে চারটি টোটোস্ট্যান্ড করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ০৭:৩২
Share:

সদর ট্রাফিকের নিষেধ অমান্য করে রাস্তা দখল করে বেআইনি টোটো স্ট্যান্ড, জলপাইগুড়ির রাস্তায়। ছবি - সন্দীপ পাল।

রাস্তার পাশে বালির স্তূপ। পাশেই ‘বেআইনি’ স্ট্যান্ডে দাঁড়িয়ে সারি সারি টোটো। এমনই পরিস্থিতিতে শনিবার জলপাইগুড়ির দিনবাজার সেতু সংলগ্ন রাস্তায় যানজটে আটকে গেল খোদ জেলা পুলিশ সুপার উমেশ গণপত খণ্ডবহালের কনভয়। গাড়ি থেকে নেমে পড়েন পুলিশ সুপার। তা দেখে ছুটে এলেন ট্র‍্যাফিক পুলিশের আধিকারিক, কর্মীরা। প্রায় ২০ মিনিট সেখানে দাঁড়িয়ে থেকে মাটি কাটার যন্ত্র নামিয়ে ওই বালি সরালেন এসপি। বেআইনি ভাবে রাস্তা দখল করে দাঁড়ানো টোটোগুলি বাজেয়াপ্ত করল ট্র‍্যাফিক পুলিশ।

Advertisement

অভিযোগ, টোটোর দাপটের পাশাপাশি বেআইনি স্ট্যান্ডের জেরে নাজেহাল পথচারীরা। পুরসভা কর্তৃপক্ষ পান্ডাপাড়া ও চার নম্বর ঘুমটির রাস্তায় একাংশ চিহ্নিত করে চারটি টোটোস্ট্যান্ড করেছে। গত বছর সেপ্টেম্বর মাসে। অভিযোগ, সেই স্ট্যান্ডে স্থানীয় এক-দু’টি টোটো ছাড়া থাকে না৷ বেশিরভাগ টোটো শহরের ব্যস্ত বড় পোস্টঅফিস মোড়, দিনবাজার মোড়, শান্তিপাড়া মোড়, শিয়ালপাড়া মোড়-সহ বিভিন্ন জায়গায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকছে। তার জেরে যানজট হচ্ছে।

এ দিন বিভিন্ন থানা পরিদর্শনের জন্য বেরিয়েছিলেন পুলিশ সুপার। শহর থেকে রাজবাড়িপাড়ার দিকে যাওয়ার পথে দিনবাজার এলাকায় আটকে যায় তাঁর কনভয়।

Advertisement

রাস্তা থেকে বালি কী ভাবে সরানো হবে, তা নিয়ে প্রথমে ধন্দে পড়েছিল ট্র‍্যাফিক পুলিশ। পুলিশ সুপারের নির্দেশে তড়িঘড়ি ঘটনাস্থলে মাটি কাটার যন্ত্র নিয়ে এসে বালি সরানো হয়। ট্র‍্যাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে,পুলিশ সুপারের নির্দেশে শহরের বেআইনি টোটোস্ট্যান্ড ও পণ্যবাহী কয়েকটি টোটো বাজেয়াপ্ত করা হয়েছে। ট্র‍্যাফিক পুলিশের এক আধিকারিক জানান, এ দিন বিভিন্ন জায়গায় অভিযানে নেমে প্রায় ২৫টি টোটো বাজেয়াপ্ত করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement