Congress

মেট্রোয় ইন্দিরার নাম রাখার দাবি

দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদের দাবি, রাজ্য সরকার এই ধরনের নামকরণের সুপারিশ করলে রেল বোর্ডের বিবেচনার জন্য পাঠানো হবে বলে সিওএম তাঁদের জানিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২২ ০৮:৫০
Share:

মেট্রো ভবনে দাবি জানাতে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের নেতারা। নিজস্ব চিত্র।

কলকাতায় দেশের মধ্যে প্রথম মেট্রো রেল প্রকল্পের পরিকল্পনা হয়েছিল প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে। ইন্দিরার জন্মদিন আজ, শনিবার। তার আগে মেট্রো ভবনে মুখ্য অপারেশন ম্যানেজারের (সিওএম) সঙ্গে দেখা করে কলকাতা মেট্রোর সঙ্গে ইন্দিরার নাম সংযুক্ত করার দাবি জানিয়ে এল দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস। রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য মেট্রো-কর্তার কাছে দাবি জানিয়েছে তারা। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদের দাবি, রাজ্য সরকার এই ধরনের নামকরণের সুপারিশ করলে রেল বোর্ডের বিবেচনার জন্য পাঠানো হবে বলে সিওএম তাঁদের জানিয়েছেন। মেট্রো কর্তৃপক্ষ রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করার কথা বলেছেন বলেও কংগ্রেস নেতৃত্বের দাবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement