প্রতীকী ছবি।
আগামী ২৬ নভেম্বর সাধারণ ধর্মঘটের সমর্থনে পথে নামল মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ’দের সংগঠন। শ্রমিক ও কৃষক বিরোধী শ্রম বিল এবং কৃষি আইন বাতিল, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের উপরে জিএসটি প্রত্যাহার করে দাম কমানো-সহ বিভিন্ন দাবিতে ধর্মঘটে শামিল হবে তারা। সেই দিন অনলাইনে ও ফিল্ডে কাজ বন্ধ রাখার ঘোষণা করেছে বামপন্থী ওই সংগঠনগুলি। কলকাতায় বৃহস্পতিবার ডব্লিউবিএমএসআরইউ-এর ডাকে তাদের এন্টালি রাজ্য দফতর থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল ছিল। তার পরে সভায় বক্তা ছিলেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী, সিটুর রাজ্য সভাপতি সুভাষ মুখোপাধ্যায়।