Anis Khan

Anis Khan: ইদের দিনে প্রয়াত ছাত্রনেতা আনিস খানের বাড়িতে মহম্মদ সেলিম

পবিত্র ইদ উৎসবে আনিসের পরিবারের পাশে দাঁড়াতেই সেলিম তাঁদের বাড়িতে যান বলে দাবি করেছেন হাওড়া জেলা সিপিএম নেতৃত্ব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ মে ২০২২ ১৪:৩৯
Share:

আনিসের মৃত্যুর পর থেকেই তাঁর পরিবারের পাশে রয়েছে সিপিএম। নিজস্ব চিত্র

ইদ উপলক্ষে প্রয়াত ছাত্রনেতা আনিস খানের আমতার বাড়িতে গেলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। মঙ্গলবার পবিত্র ইদ উৎসবে তাঁদের পরিবারের পাশে দাঁড়াতেই সেলিম সেখানে যান বলে দাবি করেছেন হাওড়া জেলা সিপিএম নেতৃত্ব। সেলিমের সঙ্গে আনিসের বাড়িতে যান সিপিএমের রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ-সহ হাওড়া জেলা সিপিএমের নেতারা। গত ১৮ ফেব্রুয়ারি আমতার এই বাড়িতেই মারা যান আনিস। সেই সময় অভিযোগ উঠেছিল রাজ্য পুলিশের বিরুদ্ধে। আনিসের পরিবারের অভিযোগ ছিল, ওই দিন গভীর রাতে পুলিশ আনিসের বাড়িতে হানা দেওয়ার পরে তাঁর অস্বাভাবিক মৃত্যু হয়। তাঁকে ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল বলেও দাবি করেছিল সিপিএম, কংগ্রেস ও আইএসএফের মতো বিরোধী দলগুলি। এখন আদালতের নির্দেশে ঘটনার তদন্ত করছে সিট।


তা সত্ত্বেও, আনিসের পরিবার সিবিআই তদন্তের দাবিতে সরব। আনিসের মৃত্যুর পর থেকেই তাঁর পরিবারের পাশে রয়েছে সিপিএম। তাঁদের আরও দাবি, আনিস সিপিএমের ছাত্র ফেডারেশনের সদস্য ছিলেন। তাঁর বাবা সেলিম খানও এক সময় সিপিএমের সদস্য ছিলেন। তাই এই ঘটনায় শেষ পর্যন্ত তাঁদের পাশেই থাকবে দল— এই বার্তা দিতেই ইদ উৎসবের দিনে আনিসের বাড়ি গিয়েছিলেন সেলিম-সহ নেতারা। সেলিম দাবি করেছেন, যত দিন না আনিস খানের খুনের বিচার পাচ্ছে তাঁর পরিবার, তত দিন সিপিএম নেতৃত্ব তাঁদের পাশে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে লড়াই করে যাবে। তবে ইদের এক দিন আগে আনিসের বাড়িতে এসেছিলেন আইএসএস নেতা তথা বিধায়ক নওশাদ সিদ্দিকি। তিনিও আনিসের বাবার পাশে থাকার বার্তা দিয়ে গিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement