Mamata Bala Thakur

21st July rally: ২১ জুলাইয়ের সমাবেশে সাংগঠনিক ভাবে প্রথম বার যোগ দেবেন মতুয়ারা: মমতাবালা ঠাকুর

মমতাবালা বলেন, ‘‘রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মতুয়ারা আজ রওনা দিয়েছেন। অন্তত ১০-১৫ হাজার মতুয়া যোগ দেবে তৃণমূলের সমাবেশে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বনগাঁ শেষ আপডেট: ২০ জুলাই ২০২২ ১৯:০৭
Share:

নিজস্ব চিত্র

সাংগঠনিক ভাবে প্রথম বার তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশে যোগ দিতে চলেছে অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মতলার উদ্দেশে রওনা দিয়েছেন মতুয়ারা। ওই সম্প্রদায়ের অন্তত ১০ থেকে ১৫ হাজার মানুষের শাসকদলের সমাবেশে যোগ দেবেন বলে দাবি করলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতাবালা ঠাকুর। যদিও গাইঘাটায় বিজেপির মতুয়া-বিধায়ক সুব্রত ঠাকুর অবশ্য বলেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না।

Advertisement

মমতাবালা বলেন, ‘‘অতীতেও ২১ জুলাইয়ের সমাবেশে মতুয়ারা যোগ দিতেন। তবে তা বিক্ষিপ্ত ভাবে। কিন্তু সাংগঠনিক ভাবেই ধর্মতলার সমাবেশে যোগ দেবেন মতুয়ারা। মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের জন্য বিশ্ববিদ্যালয় গড়ে দিয়েছেন। ধর্মগুরু হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের জন্মতিথিতে সরকারি ছুটি ঘোষণা করেছেন। এ সব মাথায় রেখেই ধর্মতলার সমাবেশে যোগ দেব আমরা।’’

তিনি আরও বলেন, ‘‘রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মতুয়ারা আজ রওনা দিয়েছেন। অন্তত ১০-১৫ হাজার মতুয়া যোগ দেবে তৃণমূলের সমাবেশে। আজ (বুধবার) রাতে বনগাঁ থেকে সাড়ে ১০টার ট্রেনে ধর্মতলার উদ্দেশে রওনা দেবেন মতুয়ারা।’’

Advertisement

এ বিষয়ে গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর বলেন, ‘‘মতুয়া মহাসঙ্ঘ একটি অরাজনৈতিক ধর্মীয় সংগঠন। সাংগঠনিক ভাবে তৃণমূলের সমাবেশে মতুয়ারা যোগ দেবেন বলে আমার অন্তত জানা নেই। মমতাবালা ঠাকুর যদি এ কথা বলে থাকেন, তা হলে উনি ব্যক্তিগত ভাবে যোগ দিতে পারেন।’’ তাঁর সংযোজন, ‘‘এই রাজ্য সরকার দান-খয়রাতির সরকার। এদের কথায় মতুয়াদের প্রভাবিত না হওয়াই ভাল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement