Census Directorate

রাজাবাজার থেকে জনগণনা ভবন অভিযান আজ

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ মার্চ ২০২০ ০৩:০২
Share:

জনগণনা ভবন

বিধাননগরে জনগণনা ভবন অভিযানের জন্য করুণাময়ী মোড়ে জমায়েত করারও অনুমতি দিল না পুলিশ। অভিযানের কর্মসূচি অবশ্য বহাল রাখছে নাগরিকপঞ্জি-বিরোধী যুক্ত মঞ্চ। রাজাবাজার মোড়ের ধর্নাস্থলে আজ, বৃহস্পতিবার জমায়েত করার ডাক দিয়েছে তারা। সেখান থেকেই মিছিল নিয়ে যাওয়া হবে বিধাননগরের জনগণনা ভবনের উদ্দেশে। সিএএ, এনপিআর এবং এনআরসি-বিরোধী সব শক্তিকে আজ দুপুরে রাজাবাজারের ধর্নাস্থলে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে যুক্ত মঞ্চ। তাদের অভিযোগ, বুধবার বিধাননগর দক্ষিণ থানা জানিয়েছে করুণাময়ী মোড়ে জমায়েত করা যাবে না। তবে অনুমতি না দেওয়ার কারণ লিখিত ভাবে জানাতে পুলিশ নারাজ। মঞ্চের আহ্বায়ক প্রসেনজিৎ বসু বলেন, ‘‘প্রথমে এনপিআর-বিরোধী শান্তিপূর্ণ পদযাত্রা ভণ্ডুল করা হল। এ বার জনগণনা ভবন অভিযানও বানচাল করার অপচেষ্টা হচ্ছে। পশ্চিমবঙ্গ পুলিশের বেআইনি আচরণের স্বরূপ এখন সম্পূর্ণ ভাবে উন্মোচিত হয়েছে!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement