প্রতীকী ছবি।
প্রজাতন্ত্র দিবসের আগে, রাস্তায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার-সহ ব্যাগ উদ্ধার হল। মঙ্গলবার রাতে বাঁকুড়ার জঙ্গলমহল এলাকা বারিকুলের রাস্তায় নাকা-তল্লাশি চালাচ্ছিল পুলিশ। তাদের দাবি, তখনই একটি মোটরবাইকে আসা তিন জন পুলিশ দেখে মোটরবাইক ফেলে রেখে পালিয়ে যায়। মোটরবাইকে ওই ব্যাগ মেলে বলে পুলিশ জানায়। বাঁকুড়ার পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, ‘‘একটি ব্যাগে মাওবাদী নামাঙ্কিত কিছু পোস্টার মিলেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’’
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক সময়ে মাওবাদী উপদ্রুত এলাকা বলে পরিচিত দক্ষিণ বাঁকুড়ার বারিকুল, রাইপুর, সারেঙ্গার মতো এলাকাগুলিতে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নজরদারি বাড়ানো হয়। অতীতে নানা বছরে প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে মাওবাদী নামাঙ্কিত পোস্টার পড়ার মতো ঘটনা ঘটেছে এ সব এলাকায়। সে কারণে সে সব জায়গা-সহ জেলার সীমানাবর্তী নানা এলাকায় এ বার টহল, নাকা-তল্লাশি চলে।
পুলিশ সূত্রে জানা যায়, বারিকুল থানা এলাকায় মঙ্গলবার রাতে জঙ্গলের রাস্তায় পুলিশ তল্লাশি চালাচ্ছিল। একটি রাস্তা ধরে মোটরবাইকে তিন জন আসছিল। পুলিশ সূত্রের দাবি, তল্লাশি চলছে বুঝে, তারা মোটরবাইক রাস্তায় ফেলে রেখে চম্পট দেয়। তাদের ধরা যায়নি। মোটরবাইকটি তল্লাশি করে মেলা ব্যাগে কিছু মাওবাদী নামাঙ্কিত পোস্টার পাওয়া যায়। তবে পোস্টারে কী লেখা ছিল, তা পুলিশ জানাতে চায়নি। আপাতত, মোটরবাইকের সূত্র ধরে তদন্ত শুরু হয়েছে।