Manipal Hospitals

বিশ্ব পরিবেশ দিবস উদ্‌যাপন, ট্রাম এবং বাস কর্মীদের স্বাস্থ্যপরীক্ষার ব্যবস্থা মণিপাল হাসপাতালের

আগামী দিনে বাস এবং ট্রাম কর্মীর স্বাস্থ্য পরীক্ষার পর রিপোর্ট তুলে দেওয়া হবে রাজ্য পরিবহন দফতরের হাতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ জুন ২০২৪ ২১:৫৯
Share:

ট্রাম এবং বাস কর্মীদের স্বাস্থ্যপরীক্ষার ব্যবস্থা মণিপাল হাসপাতালের। — নিজস্ব চিত্র।

একটু অন্য রকম ভাবে বিশ্ব পরিবেশ দিবস পালন করছে মণিপাল হাসপাতাল। ট্রাম এবং বাসচালকদের জন্য আয়োজন করেছে চিকিৎসা শিবির। সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গ পরিবহণ দফতর (ডব্লুবিটিসি)। আগামী দিনে রাজ্য পরিবহণ দফতরের বিভিন্ন ডিপো এবং কর্মশালায় এই শিবিরের আয়োজন করা হবে। সেখানেই স্বাস্থ্য পরীক্ষা করা হবে ট্রাম এবং বাস চালক, কর্মীদের।

Advertisement

বুধবার এই কর্মসূচির সূচনা করেছেন ডব্লুবিটিসির জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর অনিন্দ্য মণ্ডল। এলপ্ল্যানেড থেকে তিনি একটি বাতানুকূল ট্রামেরও সূচনা করেছেন। উত্তর কলকাতা ঘুরে আবার ট্রামটি এলপ্ল্যানেডে ফিরে আসে। উপস্থিত ছিলেন মণিপাল হাসপাতালের চিকিৎসক দেবরাজ যশ, সুমন্ত চট্টোপাধ্যায়, আশুতোষ দাগা। ওই দিন কলকাতা শহরের প্রায় ৩০ জন ট্রাম কর্মীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। আগামী দিনে বাস এবং ট্রাম কর্মীর স্বাস্থ্য পরীক্ষার পর রিপোর্ট তুলে দেওয়া হবে রাজ্য পরিবহণ দফতরের হাতে।

শ্বাসযন্ত্র বিশেষজ্ঞ (পালমোনোলজিস্ট) দেবরাজ জানিয়েছেন, যানবাহন থেকে যে ধোঁয়া বার হয়, তার সঙ্গে শ্বাসনালীর রোগের যোগ রয়েছে। তাই দূষণ নিয়ন্ত্রণ জরুরি। তিনি ব্যাটারিচালিত বাস এবং পরিবেশ রক্ষক ট্রামের উপরও জোর দিয়েছেন।

Advertisement

স্বাস্থ্য পরিষেবা প্রদানে দেশে অন্যতম বড় নাম মণিপাল হাসপাতাল। বছরে প্রায় ৭০ লক্ষ রোগী এখানে চিকিৎসা করান। দেশের ১৭টি শহরে ৩৩টি মণিপাল হাসপাতাল রয়েছে। গত সেপ্টেম্বরে কলকাতার আমরি হাসপাতাল অধিগ্রহণ করেছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement