Law worker arrested

মডেল-অভিনেত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কের পর ব্ল্যাকমেল! নরেন্দ্রপুরে ধৃত ব্যাঙ্কশাল কোর্টের মুহুরি

পুলিশ সূত্রে খবর, অভিনেত্রী জানিয়েছেন, তিনি বছরখানেক আগে আইনি বিপাকে পড়েছিলেন। সেই সময়েই ওই মুহুরির সঙ্গে পরিচয় হয় তাঁর।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১৩:৫০
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

মডেল-অভিনেত্রীর সঙ্গে প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন কলকাতার ব্যাঙ্কশাল কোর্টের এক মুহুরি। শারীরিক সম্পর্কের পর থেকেই ওই মুহুরি তাঁকে ব্ল্যাকমেল করা শুরু করেছেন বলে অভিযোগ তুলে নরেন্দ্রপুর থানার দ্বারস্থ হয়েছিলেন অভিনেত্রী। এর পরেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। সোমবার ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে হাজির করানো হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, অভিনেত্রী জানিয়েছেন, তিনি বছরখানেক আগে আইনি বিপাকে পড়েছিলেন। সেই সময়েই ওই মুহুরির সঙ্গে পরিচয় হয় তাঁর। তখন মুহুরি নিজেকে আইনজীবী বলে পরিচয় দিয়েছিলেন। ধীরে ধীরে তাঁর সঙ্গে ভাল সম্পর্ক তৈরি হয় অভিনেত্রীর। মাঝেমাঝে তাঁর গাড়ি ব্যবহার করতেন অভিযুক্ত। শুধু তা-ই নয়, বিভিন্ন সময় নিজের আর্থিক সমস্যার কথা বলে প্রায় ১২ লক্ষ টাকাও নিয়েছিলেন। অভিনেত্রীই জানিয়েছেন, দু’জনের মধ্যে শারীরিক সম্পর্কও ছিল। পরবর্তী কালে তা নিয়ে অভিনেত্রীকে ব্ল্যাকমেল করা শুরু করেছিলেন ওই মুহুরি।

বারুইপুর পুলিশ জেলার ডিএসপি (অপরাধ) ফয়সল বিন আহমেদ বলেন, ‘‘অভিযোগ জমা পড়েছে। তার ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement