Mamata Banerjee

পাওনার দাবিতে আন্দোলনে মমতা

মমতার বক্তব্য, ‘‘অনেক বার অনুরোধ করা হয়েছে, দাবি জানানো হয়েছে। আমি নিজে প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করেছি। কিন্তু কেন্দ্র কোনও টাকা দিচ্ছে না। আর ৭ দিন দেখব। তার পরে বড় আন্দোলন হবে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৪ ০৬:১৫
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

কেন্দ্রীয় সরকারের কাছে বকেয়া পাওনা আদায়ের দাবিতে আর দিন সাতেকের মধ্যেই বড় আন্দোলনের ঘোষণা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রতি কেন্দ্রের ‘বঞ্চনা’কে লোকসভা ভোটের আগে হাতিয়ার করতে চাইছে তৃণমূল কংগ্রেস। মমতার বক্তব্য, ‘‘অনেক বার অনুরোধ করা হয়েছে, দাবি জানানো হয়েছে। আমি নিজে প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করেছি। কিন্তু কেন্দ্র কোনও টাকা দিচ্ছে না। আর ৭ দিন দেখব। তার পরে বড় আন্দোলন হবে।’’ আগামী সপ্তাহের গোড়া থেকেই জেলা সফর রয়েছে মুখ্যমন্ত্রীর। সেখানেও রাজ্যের টাকা আটকে রাখা নিয়ে সরব হতে পারেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement