কাজের হিসেব নিতে আজ বৈঠক মমতার

রাজ্যে উন্নয়নমূলক কাজের গতিপ্রকৃতি বুঝতে আজ, শুক্রবার টাউন হলে মন্ত্রী ও সচিব স্তরের অফিসারদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৭ ০৩:০০
Share:

রাজ্যে উন্নয়নমূলক কাজের গতিপ্রকৃতি বুঝতে আজ, শুক্রবার টাউন হলে মন্ত্রী ও সচিব স্তরের অফিসারদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় আসার পরে এটি তাঁর ১৪৬তম ‘রিভিউ মিটিং’। তার প্রস্তুতি হিসেবে মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় বিভিন্ন দফতরের সচিবদের সঙ্গে বসে ওই বৈঠকের আলোচ্যের খসড়া তৈরি করেছেন। নবান্নের খবর, কোন দফতর প্রকল্প-পিছু কত টাকা ছেড়েছে, এত দিন রিভিউ মিটিংয়ে শুধু তারই হিসেব নিতেন মুখ্যমন্ত্রী। এ বার প্রকল্প অনুমোদনের পাশাপাশি কত টাকার কাজ হয়েছে, সেই হিসেবও দিতে হবে সচিবদের। রাজ্য প্রশাসনের এক শীর্ষ কর্তা বলেন, ‘‘কয়েক দিন আগেই বছরের বাকি সময়ের কাজের জন্য টাকা খরচের অনুমোদন দিয়েছে অর্থ দফতর। টানাটানির সংসারেও উন্নয়ন যাতে ব্যাহত না-হয়, সেই বার্তা দিতেই নবান্নের এই পদক্ষেপ।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement