Celeb Life

তিন মাসের আইরাকে প্রকাশ্যে আনলেন রাহুল-প্রীতি, মা না বাবা, কার মতো দেখতে হল একরত্তি?

মা-বাবার সঙ্গে বেড়াতে বেরিয়ে দারুণ খুশি একরত্তি মেয়ে। সারা ক্ষণ নাকি হই-হুল্লো়ড়ে ডুবে রয়েছে, জানালেন অভিনেতা রাহুল।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ ১৯:২৭
Share:

বাবা রাহুল মজুমদার, মা প্রীতি বিশ্বাসের মাঝে একরত্তি আইরা। ছবি: ইনস্টাগ্রাম।

হিসাব যা ছিল, তাতে রণবীর-দীপিকার কন্যা দুয়ার কাছাকাছিই জন্মদিন হওয়ার কথা ছিল টেলিপাড়ার অভিনেতা রাহুল মজুমদার-প্রীতি বিশ্বাসের সন্তানের। কিন্তু সেই মেয়ে জন্মে গেল একটু আগে। তাই এখন তার বয়স তিন মাস। দম্পতি মেয়ের নাম রেখেছেন আইরা।

Advertisement

রবিবারের সন্ধ্যায় কন্যা আইরা মজুমদারকে প্রকাশ্যে আনলেন অভিনেতা দম্পতি। আনন্দবাজার অনলাইনকে জানালেন, মেয়েকে নিয়ে প্রথম বেড়াতে বেরিয়েছেন। সেখানেই ছবি তুলে ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে।

কালো জিপ গাড়ির বনেটের উপরে বসে খুদে। মা-বাবা দু’জনেই আগলাচ্ছেন তাকে। পরনে হালকা শীতবস্ত্র। পিছনে গাছ-গাছালির আভাস। মেয়েকে নিয়ে কোথায় গেলেন রাহুল-প্রীতি? জবাবে অভিনেতা জানালেন, শান্তিনিকেতন বেড়াতে গিয়েছেন তাঁরা। সঙ্গে আরও অনেকে রয়েছেন। তাঁদেরই এক জন মোবাইলে আইরার ছবি তুলছিলেন। মেয়ে এত লক্ষ্মী যে কোনও কান্নাকাটি নেই!

Advertisement

পুরাণ মতে, দেবী লক্ষ্মীর আর এক নাম আইরা। একই সঙ্গে স্বাধীনচেতা, দৃঢ়চেতা নারীর প্রতীকও এই নাম। মেয়েকে তেমন ভাবেই গড়ে তোলার স্বপ্ন দেখেন অভিনেতা দম্পতি। সন্তান আসার পরে আনন্দবাজার অনলাইনকে জানিয়েছিলেন তাঁরা। কিন্তু আইরাকে কার মতো দেখতে হল? অভিনেতার কথায়, “অনেকে বলেন আমার মতো। অনেকের দাবি প্রীতির আদলে গড়া।” বলেই হেসে ফেলে জানিয়েছেন, মায়ের মতো দেখতে হয়েছে শুনলে নাকি আনন্দে আটখানা অভিনেত্রী স্ত্রী। মেয়ে পিতৃমুখী শুনলে ঠোঁট ফোলান! আপাতত সন্তানকে ঘিরে দম্পতির দিন কাটছে। মেয়েরও কোনও বায়না নেই। এক মাত্র খিদে পেলে গলার স্বর শোনা যায়। নইলে হুল্লোড় ভালবাসে সেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement