সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র
আইপিএল নিয়ো কথা হয়নি সৌরভের সঙ্গে, আমরা কিছুক্ষণ গল্প করেছি। সিএবিকে একটা জমি দেওয়া হয়েছিল। তাতে জলা জমি থাকায় ওটা ব্যবহার করা যাচ্ছে না। আমরা অন্য জমি দেওয়ার বিষয়ে চিন্তা ভাবনা করছি।
বিচারপতিদের সম্মেলনে দিল্লি গেলেও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন না, জানালেন মমতা।
রান্নার গ্যাসের দাম অবিলম্বে ৩০০ টাকা কমানো উচিত বলে মনে করি। কেন্দ্র তা করছে না কেন? প্রশ্ন তুললেন মমতা।
ইউক্রেন থেকে দেশে ফেরা পড়ুয়াদের জন্য কোনও পদক্ষেপ করেনি কেন্দ্র। সেখান থেকে আসা শ্রমিকদেরও কোনও ব্যবস্থা হয়নি। আমরা এদের সাহায্য করার চেষ্টা করেছি। ইউক্রেন থেকে যুদ্ধ পরিস্থিতিতে যে সমস্ত পড়ুয়ারা মাঝপথে পড়া বন্ধ করে দেশে ফিরেছেন, তাঁদের জন্য এখানকার কলেজে পড়াশোনার ব্যবস্থা করেছি। নবান্নে সাংবাদিক বৈঠকে বললেন মমতা।
মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে নবান্নে পৌঁছলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। কথা হতে পারে ইডেন গার্ডেনসে আইপিএলের ম্যাচ এবং ইস্টবেঙ্গলের লগ্নি সমস্যা নিয়ে।
রানিগঞ্জের ধসপ্রবণ এলাকায় কোনও দুর্ঘটনা ঘটলে তার দায় বর্তাবে কেন্দ্রের উপর, এই বার্তা কেন্দ্রকে জানিয়ে দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার প্রশাসনিক বৈঠকে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে এই নির্দেশ দেওয়ার পাশাপাশি মমতা কয়লা-গরু ‘পাচার’ নিয়েও সরব হন। তাঁর নির্দেশ, ভিন রাজ্য থেকে এ রাজ্য দিয়ে কয়লা-গরুর যাতায়াত বন্ধ করতে হবে। এই গতিবিধি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আঙুল তুলে এ দিন কয়লা-গরু পাচার নিয়ে সিবিআই-ইডির গতিবিধির কড়া সমালোচনা করেন মমতা।