Mamata Banerjee

Mamata Banerjee: ইউক্রেন থেকে আসা ডাক্তারি পড়ুুয়াদের সরকারি মেডিক্যাল কলেজে পড়ার সুযোগ: নবান্নে মুখ্যমন্ত্রী

মমতা বললেন, ‘‘কেন্দ্র এই পড়ুয়াদের জন্য কিছু না করতে পারে। কিন্তু রাজ্য চুপ করে বসে থাকতে পারে না। আমার সরকার ওদের নিয়ে সিদ্ধান্ত নিয়েছে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২২ ১৬:৩০
Share:

সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২২ ১৬:৪৬ key status

আইপিএল নিয়ে কথা হয়নি সৌরভের সঙ্গে

আইপিএল নিয়ো কথা হয়নি সৌরভের সঙ্গে, আমরা কিছুক্ষণ গল্প করেছি। সিএবিকে একটা জমি দেওয়া হয়েছিল। তাতে জলা জমি থাকায় ওটা ব্যবহার করা যাচ্ছে না। আমরা অন্য জমি দেওয়ার বিষয়ে চিন্তা ভাবনা করছি।   

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২২ ১৬:৪৪ key status

দিল্লিতে গেলেও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন না মমতা

বিচারপতিদের সম্মেলনে দিল্লি গেলেও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন না, জানালেন মমতা। 

Advertisement
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২২ ১৬:৪২ key status

রান্নার গ্যাসের দাম অবিলম্বে ৩০০ টাকা কমানো উচিত: মমতা

রান্নার গ্যাসের দাম অবিলম্বে ৩০০ টাকা কমানো উচিত বলে মনে করি। কেন্দ্র তা করছে না কেন? প্রশ্ন তুললেন মমতা। 

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২২ ১৬:৩১ key status

ইউক্রেন থেকে আসা ছাত্র ছাত্রীদের জন্য রাজ্য সরকারের ব্যবস্থা

ইউক্রেন থেকে দেশে ফেরা পড়ুয়াদের জন্য কোনও পদক্ষেপ করেনি কেন্দ্র। সেখান থেকে আসা শ্রমিকদেরও কোনও ব্যবস্থা হয়নি। আমরা এদের সাহায্য করার চেষ্টা করেছি। ইউক্রেন থেকে যুদ্ধ পরিস্থিতিতে যে সমস্ত পড়ুয়ারা মাঝপথে পড়া বন্ধ করে দেশে ফিরেছেন, তাঁদের জন্য এখানকার কলেজে পড়াশোনার ব্যবস্থা করেছি। নবান্নে সাংবাদিক বৈঠকে বললেন মমতা। 

Advertising
Advertising
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২২ ১৫:৫০ key status

করোনা পরিস্থিতির মধ্যে ইডেনে আইপিএল ম্যাচ নিয়ে কথা

মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে নবান্নে পৌঁছলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। কথা হতে পারে ইডেন গার্ডেনসে আইপিএলের ম্যাচ এবং ইস্টবেঙ্গলের লগ্নি সমস্যা নিয়ে। 

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২২ ১৩:৩৮

রাজ্যের মধ্যে দিয়ে গরু পাচার বন্ধ করতে হবে: মমতা

রানিগঞ্জের ধসপ্রবণ এলাকায় কোনও দুর্ঘটনা ঘটলে তার দায় বর্তাবে কেন্দ্রের উপর, এই বার্তা কেন্দ্রকে জানিয়ে দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার প্রশাসনিক বৈঠকে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে এই নির্দেশ দেওয়ার পাশাপাশি মমতা কয়লা-গরু ‘পাচার’ নিয়েও সরব হন। তাঁর নির্দেশ, ভিন রাজ্য থেকে এ রাজ্য দিয়ে কয়লা-গরুর যাতায়াত বন্ধ করতে হবে। এই গতিবিধি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আঙুল তুলে এ দিন কয়লা-গরু পাচার নিয়ে সিবিআই-ইডির গতিবিধির কড়া সমালোচনা করেন মমতা।

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২২ ১৩:৩৭ key status

সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। স্কুলে গরমের ছুটি, নদীয়ার হাঁসখালি-কাণ্ড নিয়ে তাঁর অসন্তোষ, এবং রাজ্যের মধ্যে দিয়ে গরু পাচার নিয়ে বুধবার সাংবাদিক বৈঠক সরব হন মমতা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement