Madhabi Puri Buch

বুচ-তথ্য দিল না সেবি, প্রশ্নে বিশ্বাসযোগ্যতা

সেবি-র এই অবস্থানের পরে তথ্যের অধিকার কর্মীদের বক্তব্য, শেয়ার বাজারের সঙ্গে সাধারণ লগ্নিকারীদের স্বার্থ জড়িত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৫ ০৮:০৮
Share:

তথ্যের অধিকার আইনে তথ্য দিতে অস্বীকার করল সেবি। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবি-র প্রধান মাধবী পুরী বুচ কবে কবে নিজের আর্থিক সম্পত্তি ও বিনিয়োগের কথা বিস্তারিত ভাবে তাদের জানিয়েছেন, তথ্যের অধিকার আইনে সেই তথ্যও দিতে অস্বীকার করল সেবি।

Advertisement

তথ্যের অধিকার কর্মী অবসরপ্রাপ্ত কমোডোর লোকেশ বাত্রা সেবি-র কাছে ওই বিষয়টি জানতে চেয়েছিলেন। সম্পত্তির বিষয় নয়, তাঁর প্রশ্ন ছিল শুধুমাত্র তথ্যগুলি জানানোর তারিখ নিয়ে। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ার বাজারে কারচুপির অভিযোগের পরে মাধবীর বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ ওঠে। অভিযোগ করা হয়, আদানিদের সঙ্গে মাধবীর নিজের ব্যবসায়িক স্বার্থ জড়িত রয়েছে। এই ধরনের স্বার্থের সংঘাতের বিষয় থেকে সেবি প্রধান সরে দাঁড়িয়ে থাকলে, তারও বিস্তারিত তথ্য সেবির কাছে জানতে চেয়েছিলেন বাত্রা। কিন্তু শেয়ার বাজার নিয়ন্ত্রক একে ব্যক্তিগত গোপন তথ্য বলে এড়িয়ে গিয়েছে। জানিয়েছে, এই তথ্যে সঙ্গে সাধারণ মানুষের স্বার্থের কোনও সম্পর্ক নেই।

সেবি-র এই অবস্থানের পরে তথ্যের অধিকার কর্মীদের বক্তব্য, শেয়ার বাজারের সঙ্গে সাধারণ লগ্নিকারীদের স্বার্থ জড়িত। একটি ব্যবসায়ী গোষ্ঠীর বিরুদ্ধে নিজেদের শেয়ার দর ফুলিয়ে ফাঁপিয়ে তোলার অভিযোগ রয়েছে। সেবি সেখানে তদন্ত করেছে। অথচ সেই ব্যবসায়ী সংস্থার সঙ্গে যদি সেবি প্রধানের ব্যবসায়িক স্বার্থ জড়িয়ে থাকে, তা হলে তাঁকে সেই ব্যবসায়িক লগ্নি থেকে সরে দাঁড়াতে হবে। সেই বিষয়েই জানতে চাওয়া হয়েছিল। সেবি কোনও তথ্য প্রকাশ না করে নিজের বিশ্বাসযোগ্যতা নিয়েই সংশয় তৈরি করছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement