বিদ্যাসাগরের ২ মূর্তির উন্মোচন করবেন মমতা

গত মাসে লোকসভা ভোটের সময় বিজেপি নেতা অমিত শাহের রোড-শোয়ের পর বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনা ঘটে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ জুন ২০১৯ ০২:১৪
Share:

—ফাইল চিত্র।

বিদ্যাসাগর কলেজে ১১ জুন বসবে বিদ্যাসাগরের দু’টি মূর্তি। দু’টিই ব্রোঞ্জের। একটি আবক্ষ। অন্যটি পূর্ণাবয়ব। দু’টি মূর্তিরই উন্মোচন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার এই কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

Advertisement

গত মাসে লোকসভা ভোটের সময় বিজেপি নেতা অমিত শাহের রোড-শোয়ের পর বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনা ঘটে। এই নিয়ে রাজ্য তথা দেশের রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূলের পক্ষ থেকে সরাসরি অভিযোগ ওঠে অমিত শাহের মিছিলে যাঁরা ছিলেন তাঁরাই মূর্তি ভেঙেছেন। বিজেপি নেতৃত্ব অবশ্য তা অস্বীকার করেন। মুখ্যমন্ত্রী সেই রাতেই ছুটে যান বিদ্যাসাগর কলেজে। পরে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দেন নতুন করে মূর্তি গড়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জানিয়ে দেন, পঞ্চ ধাতুর বিদ্যাসাগর মূর্তি তৈরি করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী তা নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি।

শিক্ষামন্ত্রী এ দিন জানান, মূর্তি উন্মোচনের আগে হেয়ার স্কুলের মাঠে বেলা একটায় সভার আয়োজন করা হয়েছে। শিক্ষা দফতর এবং বিদ্যাসাগরের দ্বিশততম জন্মবার্ষিকী উদ্‌যাপন কমিটির উদ্যোগে এই সভায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। লেখক, শিল্পী, বুদ্ধিজীবী, বিদ্যাসাগরের বংশধরেরা আমন্ত্রিত হয়েছেন। সভা শেষে বিদ্যাসাগরের ব্রোঞ্জের আবক্ষ মূর্তি নিয়ে পদযাত্রা করে বিধান সরণিতে বিদ্যাসাগর কলেজে যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে উন্মোচন করবেন নতুন দুই বিদ্যাসাগর মূর্তির। আবক্ষ মূর্তিটি বসানো হবে কলেজের ভিতরে, পূর্ণাবয়বটি কলেজের গেটে। সূত্রের খবর, বিদ্যাসাগর কলেজে যাওয়ার আগে মুখ্যমন্ত্রীর কলকাতা বিশ্ববিদ্যালয়েও যাওয়ার কথা রয়েছে।

Advertisement

মূর্তি উন্মোচনের জন্য বিদ্যাসাগর কলেজের পুরনো ভবনের নির্দিষ্ট পরীক্ষার দিনক্ষণ বদল করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাজনৈতিক কারণেই এই বদল বলে অভিযোগ উঠেছে। ১১ ও ১২ জুন বিদ্যাসাগর কলেজে দ্বিতীয় সেমেস্টারের বায়োকেমিস্ট্রি অনার্সের প্র্যাক্টিক্যাল পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই পরীক্ষা পিছিয়ে ১৩ এবং ১৪ জুন করার সিদ্ধান্ত নিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের বিজেপি প্রভাবিত কর্মচারী পরিষদের নেতা মন্মথ বিশ্বাস এ দিন বলেন, ‘‘রাজনৈতিক কারণে পরীক্ষার দিন পিছনো হয়েছে। মুখ্যমন্ত্রী বিদ্যাসাগর মূর্তির উন্মোচন করবেন বলেই পরীক্ষার দিন বদল।’’ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য, এর জন্য কলেজ কর্তৃপক্ষ পরীক্ষা নিয়ামক দফতরকে অনুরোধ করেন। উচ্চশিক্ষা দফতর থেকেও নির্দেশ আসে। পড়ুয়ারা যাতে সুষ্ঠু ভাবে পরীক্ষা দিতে পারেন সেই কথা মাথায় রেখেই দিন বদল করা হয়েছে। বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ গৌতম কুণ্ডু শনিবার জানান, এই কলেজের বায়োকেমিস্ট্রি প্র্যাকটিক্যাল ল্যাবরেটরিটি বিধান সরণির উপর পুরনো ভবনে। যেখানে মূর্তি ভাঙার ঘটনাটি ঘটেছিল, সেখানেই নতুন মূর্তি বসবে। তাই বায়োকেমিস্ট্রি প্র্যাকটিকাল পরীক্ষা পড়ুয়াদের স্বার্থেই পিছনোর অনুরোধ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে করা হয়েছিল। এ নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য, ‘‘যাঁরা এমন বলেন, তাঁরা মনীষীদের গুরুত্ব দেন না। বিদ্যাসাগর আমাদের কাছে অনেক বড়। পরীক্ষা অনেক কারণেই পিছিয়ে যেতে পারে।’’

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদেরYouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement